Inqilab Logo

বুধবার, ১২ জুন ২০২৪, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৫ যিলহজ ১৪৪৫ হিজরী

স্বামী-সন্তানের কফিনের অপেক্ষা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

নদীর স্রোতে ভেসে যাওয়া স্বামী অস্কার মার্টিনেজ (২৫) ও দুই বছর বয়সী মেয়ে অ্যাঞ্জি ভ্যালেরিয়ার কফিনের জন্য অপেক্ষায় রয়েছেন এল সালভেদরের সেই নিঃসহায় নারী। মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে গিয়ে রিও গ্রান্দ্রে নদীর স্রোতে ভেসে যাওয়া ভ্যালেরিয়াকে ডাকা হচ্ছে ‘আমেরিকান আয়লান’। চোখের সামনে তার মৃত্যু দেখার পর নিজ দেশে ফিরে গেছেন তানিয়া ভেনেসা অ্যাভালোস (২৩)। গত কয়েক মাসে ব্যাপক হারে বেড়েছে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ। গত সোমবার এল সালভেদরের এক অভিবাসী ও তার মেয়ের জলে ভেসে আসা নিথর লাশের ছবি ভাবিয়ে তোলে সবাইকে। সবার চোখের সামনে যেন ভেসে ওঠে সিরীয় শিশু আয়লান কুর্দির নিথর দেহ। বাবা-মেয়ের ছবিটি অভিহিত হয় ‘আমেরিকান আইলান’ হিসেবে। রিও গ্রান্দ্রে নদীতে বাবা-মেয়ে ভেসে যাওয়ার সময় স্রোত এড়িয়ে যেতে সক্ষম হয়েছিলেন মা তানিয়া ভেনেসা অ্যাভালোস। স্বামী আর মেয়েকে সমাহিত করতে এল সালভেদরে ফিরে গেছেন তিনি। সে দেশের সরকার জানিয়েছে, মেক্সিকো থেকে স্থল পথে প্রত্যার্পিত হওয়ার পর রবিবার নাগাদ দেশে পৌঁছাবে বাবা-মেয়ের কফিন। এল সালভেদরে পৌঁছে সংবাদমাধ্যমের সামনে কথা বলতে অস্বীকৃতি জানান অ্যাভালোস। ওই সময়ে তার সঙ্গে ছিলেন দেশটির পররাষ্ট্র উপমন্ত্রী মাউরিসিও ক্যাবরেরা। তিনি কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রের পথে বিপদজনকভাবে পাড়ি না দিতে দেশবাসীকে আহŸান জানান। এল সালভেদরবাসীর উদ্দেশে তিনি বলেন, নিজের আর সন্তানের জীবন বিপন্ন করে তুলবেন না। পাচারকারী মানুষদের ওপর ভরসা করবেন না যারা নিজের স্বার্থ সিদ্ধির চেষ্টা করে আর নিজেদের করা প্রতিশ্রুতি পালনে প্রায়ই ব্যর্থ হয়। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপেক্ষা

১০ সেপ্টেম্বর, ২০২২
২৫ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ