নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জয়ের ধারা অব্যাহত রেখেছে নবাগত বসুন্ধরা কিংস। প্রথম লেগের মতই লিগের দ্বিতীয় লেগেও তারা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে। শনিবার বিকেলে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে নিজেদের ষোলতম ম্যাচে শুরুতে পিছিয়ে থেকেও বসুন্ধরা ৪-১ গোলে হারায় মুক্তিযোদ্ধাকে। বিজয়ী দলের হয়ে ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধূরী দু’টি এবং ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস দি সিলভা ও রানা একটি করে গোল করেন। মুক্তিযোদ্ধার পক্ষে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড রয়েল। এই জয়ে ১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই থাকলো বসুন্ধরা। এক ম্যাচ বেশী খেলা মুক্তিযোদ্ধা ১৭ পয়েন্ট নিয়ে রইল আগের অষ্টমস্থানেই। প্রথম লেগে বসুন্ধরা ৩-১ ব্যবধানে হারিয়েছিল মুক্তিযোদ্ধা সংসদকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।