Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে নিহত শ্রমিক সাবিন্দ্র’র পরিবারের মাঝে ১৫ লক্ষ টাকার চেক প্রদান

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৯, ৮:১১ পিএম

কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে বয়লার থেকে পড়ে দূর্ঘটায় নিহত সাবিন্দ্র দাসের পরিবারের মাঝে অর্থিক সহায়তা হিসেবে ১৫ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে । আজ শনিবার বিকেল ৫ টায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিআইপি হল রুমে নিহতের পরিবারের হাতে জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান কাজল এন্টার প্রাইজ’র পক্ষ থেকে এ চেক প্রদান করা হয়। এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনিবুর রহমানের উপস্থিতিতে নিহতের মা সুমিত্রা দাস,বাবা নগেন্দ্র দাস ও স্ত্রী সুকলা দাস উপস্থিত থেকে উত্তরা ব্যাংক লিমিটেডের (কাজল এন্টার প্রাইজ, হিসাব নং ০০১২২০০২১১৯৩৫) খেপুপাড়া শাখা’র ১৫ লক্ষ টাকার একটি চেক বুঝে নেন। এছাড়াও চেক প্রদানকালে বিসিবিসি এল’র নির্বাহী প্রকৌলি রেজোয়ান ইকবাল খান, এনইপিসি’র জনবল সরবরাহকারী সহ-কারি ম্যানেজার মিস্টার উ উ, ধানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজ তালুকদার ও কাজল এন্টার প্রাইজ’র জনবল সরবরাহকারী সত্তাধিকারি কাজল তালুকদারসহ বিভিন্ন জনবল সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক, ম্যানেজার উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১৮ জুন মঙ্গলবার দুপুর আড়াইটায় নির্মানাধীন ১৩২০ মেঘাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং বয়লার থেকে কর্মরতাবস্থায় শ্রমিক সাবিন্দ্র দাস নিচে পড়ে গিয়ে নিহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পটুয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ