মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক ইরানের কাছ থেকে তেল আমদানি করার ব্যাপারে বিশ্বের দেশগুলোকে সতর্ক করে দিয়েছেন। তিনি শুক্রবার এক বক্তৃতায় ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করার পাশাপাশি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যে দেশই ইরানের কাছ থেকে তেল কিনবে সে দেশকেই আমেরিকার নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।
ব্রায়ান হুক ইউরোপীয় ইউনিয়নকে সরাসরি হুমকি দিয়ে বলেন, বাণিজ্যের জন্য ইউরোপীয় কোম্পানিগুলোকে ইরান অথবা আমেরিকা যেকোনো এক দেশকে বেছে নিতে হবে। আমেরিকার এই বিদ্বেষী কর্মকর্তা ঘোষণা করেন, ইরান তেল রপ্তানি করে বছরে যে পাঁচ হাজার কোটি ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করত তা আমেরিকা একাই বন্ধ করে দেবে।
মার্কিন কর্মকর্তারা গত কয়েক মাসে বহুবার বলেছেন, তারা ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনবেন। কিন্তু বিশ্বের বেশিরভাগ দেশ আমেরিকার এ ঘোষণার বিরোধিতা করেছে। চীনসহ আরো কিছু দেশ ইরানের কাছে থেকে তেল আমদানি করার আগ্রহ প্রকাশ করে ইরানের তেল খাতের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাকে অন্যায় ও বেআইনি বলে অভিহিত করেছে। এদিকে ইরান বলেছে, দেশটি যখন যতটুকু প্রয়োজন মনে করবে তখন ততটুকু তেল রপ্তানি করবে কেউ তা ঠেকিয়ে রাখতে পারবে না।
সার্বিকভাবে ইহুদিবাদী ইসরাইল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ছাড়া বিশ্বের আর কোনো দেশ ইরানের তেল খাতের ওপর মার্কিন নিষেধাজ্ঞাকে সমর্থন করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, তিনি নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানের জনগণকে কষ্ট দিতে চান না যদিও তিনি স¤প্রতি এক বক্তব্যে স্বীকার করেছেন, তেহরানের ওপর ওয়াশিংটনের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞার ফলে ইরানের সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। সূত্র ঃ পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।