নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ভারতের কাছে ওয়েস্ট ইন্ডিজের হেরে যাওয়া ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন কার্লোস ব্র্যাথওয়েট। একই সঙ্গে ক্যারিবিয়ান এই অলরাউন্ডারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
ওল্ড ট্র্যাফোর্ডে গতপরশু ভারত ইনিংসের ৪২তম ওভারে আম্পায়ার একটি ওয়াইড দিলে বোলার ব্র্যাথওয়েট এর প্রতিবাদ করেন। ব্র্যাথওয়েট দোষ স্বীকার করে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের দেওয়া শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
চলতি বিশ্বকাপে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে এই নিয়ে দ্বিতীয়বার শাস্তি পেলেন ব্র্যাথওয়েট। গত ১৪ জুন ইংল্যান্ডের বিপক্ষে আম্পায়ার তাকে কট বিহাইন্ড আউট দিলে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। সেবার পেয়েছিলেন একটি ডিমেরিট পয়েন্ট। সঙ্গে তাকে তিরস্কার করেছিল আইসিসি। দুটি ডিমেরিট পয়েন্ট হলো ব্র্যাথওয়েটের পাশে। দুই বছরের মধ্যে পয়েন্ট চার হলে একটি টেস্ট, অথবা দুটি ওয়ানডে, অথবা দুটি টি-টোয়েন্টিতে নিষেধাজ্ঞার শাস্তি পেতে হবে। যে সংস্করণ আগে আসবে শাস্তি হবে সেই সংস্করণে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।