রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নীলফামারীর সৈয়দপুরে অপূর্ণাঙ্গ এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে শহরের গোলাহাট কবরস্থান এলাকায় রেলওয়ে কারখানার সীমানা প্রাচীর সংলগ্ন একটি ডোবা থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। পরে বিকেলে লাশটি ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের উল্লিখিত এলাকার একটি ডোবা থেকে উৎকট দূর্গন্ধ ছড়াচ্ছিল। এ অবস্থায় এলাকার লোকজন দূর্গন্ধের খোঁজে এগিয়ে গিয়ে দেখে ডোবায় এক নবজাতকের লাশ ভাসছে। পরে ঘটনাটি সৈয়দপুর থানা পুলিশকে অবহিত করা হয়। স্থানীয়দের ধারণা কারো অবৈধ সম্পর্কের ফসল ওই নবজাতকটি। দুই তিন দিন আগে অপূর্ণাঙ্গ গর্ভপাত ঘটিয়ে নবজাতকের লাশটি ওই ডোবায় ফেলে দেয়া হয়েছে।
সৈয়দপুর থানার ওসি মো. শাহজাহান পাশা নবজাতকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশটির ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।