Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এটিএম বুথে পাওয়া যাবে পানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৯, ১২:০৮ এএম

সে দিন আর দূরে নয়, যখন সব সমস্যা ভুলে মানুষ খুঁজে বেড়াবে এক ফোঁটা পানি। সারা বিশ্ব জুড়েই পানি সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। সেই সঙ্কটের ঢেউ কীভাবে ভারতে আছড়ে পড়বে তার আভাষ স¤প্রতি দিয়েছে দেশটির একটি কমিশনের প্রতিবেদন। পানীয় পানির সঙ্কট দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে ইতোমধ্যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে। সেই সমস্যা মোকাবেলায় কয়েক মাস আগে দক্ষিণ ভারতের কয়েকটি জায়গায় সরকারি-বেসরকারি সংস্থার উদ্যোগে বসানো হয়েছিল ওয়াটার এটিএম। চলতি বছরের জানুয়ারিতে ওএনজিসির উদ্যোগে অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে বসানো হয়েছিল ওয়াটার এটিএম। সেই এটিএম থেকে পরিবার পিছু প্রত্যেকদিন ২০ লিটার পানি দেয়া হয়। এর জেরে সেই এলাকায় উপকৃত হচ্ছেন প্রায় সাড়ে তিন হাজার পরিবার। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০২০ সালের মধ্যে রাজধানী নয়াদিল্লি, চেন্নাই, হায়দরাবাদ ও বেঙ্গালুরু-সহ দেশটির ২১টি শহরের ভূগর্ভস্থ পানি একেবারে শেষ হয়ে যাবে। এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এটিএম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ