রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাজীপুরের শ্রীপুরে পুকুর থেকে সাবিনা আক্তার (২২) নামের এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজাবাড়ী বাজার অগ্রণী ব্যাংকের পেছনের একটি পুকুরে খুঁটির সাথে হাত-পা বাঁধা ওই লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে শ্রীপুর থানার এসআই জাহাঙ্গীর আলম নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।নিহত সাবিনা আক্তার গাজীপুরের তেলিপাড়া গ্রামের নাহিদের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, প্রায় তিন বছর আগে তেলিপাড়া এলাকার আকতার হোসেনের ছেলে নাহিদের সাথে সাবিনা আক্তারের বিয়ে হয়। সাবিনা বছর তিনেক আগে গাজীপুর মহানগরের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। সেখান থেকে নাহিদ এর সাথে পরিচয় ও পরে বিয়ে হয়। এরপর থেকে নাহিদের পরিবার এ বিয়ে মেনে নেয়নি। পরে শারমিন শ্রীপুর উপজেলার ধলাদিয়া গ্রামের শারমিন টেক্সটাইল লিমিটেডে শ্রমিকের চাকরি নেয় ও সূর্য নারায়নপুর গ্রামের কামাল হোসেনের বাড়িতে ভাড়ায় থাকে। বিবাহিত জীবনে তাদের দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
শ্রীপুর থানার ওসি (অপারেশন) আকতার হোসেন জানান, নিহতের লাশ খুঁটির সাথে বেঁধে রাখায় ধারনা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা প্রক্রিয়াধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।