Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিহারে বজ্রপাতে নিহত ১২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৯, ১১:০২ এএম

সরকারি সূত্রে খবর, বিহারের বেগুসরাই জেলায় বজ্রপাতে মারা গিয়েছেন ৪ জন। পূর্ণিয়া ও সহরসা জেলায় তিন জন করে মারা গিয়েছেন। শেহর ও নবাদা জেলায় একজন করে, মোট দু-জনের মৃত্যুর খবর এসেছে।
বুধবার বিহারের বিভিন্ন জেলায় বাজ পড়ে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জনই মহিলা। মৃতদের তালিকায় দুই বালিকাও রয়েছে।
সরকারি সূত্রে বলা হয়, বিহারের বেগুসরাই জেলায় বজ্রপাতে মারা গিয়েছেন ৪ জন। পূর্ণিয়া ও সহরসা জেলায় তিন জন করে মারা গিয়েছেন। শেহর ও নবাদা জেলায় একজন করে, মোট দু-জনের মৃত্যুর খবর এসেছে।
মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে নীতীশ সরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ