Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে ফাঁসিতে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৯, ৫:৫৭ পিএম

টাঙ্গাইলের সখিপুরে গলায় ফাঁস দিয়ে ইমরান হোসেন(১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার(২৬জুন/১৯) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামে নিজ ঘরে। ইমরান একই গ্রামের মৃত সিদ্দিক হোসেনের ছেলে। সে সখিপুর সদর সূর্যতরুন স্কুল এন্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে। ইমরানের মা ছালেহা বেগম জানায়,তার স্বামী মারা যাওয়ার ছেলে-মা একই ঘরে থাকতো। মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো দু’জনে একত্রেই ঘুমিয়ে পড়ে। সকালে মা ছালেহা বেগম ছাগল মাঠে দিতে যায়। ঘরে ফিরে দেখে ছেলে ইমরান ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে রয়েছে। এ বিষয়ে সখিপুর থানায় ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সখিপুর থানার অফিসার ইন চার্জ(ওসি তদন্ত) এ এইচ এম লুৎফুল কবীর বলেন,আত্মহত্যার কারন উৎঘাটনের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ