Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই মানবপাচারকারী নিহত

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ : | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৯, ১২:০৪ এএম

 কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে আবারও ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ দুই মানবপাচারকারি নিহত হয়েছে।

গত শনিবার রাত ১টার দিকে সাবরাং ইউপিস্থ কাটাবনিয়া নৌকা ঘাটে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দু’টি আগ্নেয়াস্ত্র, ১১ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও ১৮ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে পুলিশ দাবি করেছে।

নিহতরা হলো- টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার মৃত রশিদ আহমদের ছেলে ৪৯ জন রোহিঙ্গা পাচার মামলার পলাতক আসামি মো. রুবেল (১৯) এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হাবিবুল্লাহর ছেলে ওমর ফারুক (২৩)।

পুলিশের ভাষ্যমতে, বন্দুকযুদ্ধের ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদেরকে চিকিৎসা দেয়া হয়েছে। নিহতদের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, রোহিঙ্গা পাচার মামলার আসামি মো. রুবেল এবং ওমর ফারুককে গ্রেফতারের জন্য সাবরাং কাটাবনিয়া নৌকা ঘাটে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়তে থাকে। এতে তারা গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ