Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজিতপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা

রাশেদ খান মেননের নিন্দা

স্টাফ রির্পোটার, কিশোরগঞ্জ থেকে | প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৯, ১২:৩১ এএম

কিশোরগঞ্জের বাজিতপুরে ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি সাংবাদিক রফিকুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠান সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং তালা ঝুলিয়ে দেয়। ৭ দিন ধরে ব্যবসাপ্রতিষ্ঠানটি বন্ধের কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন এ প্রতিষ্ঠানের মালিক। জানা যায়, গত ১৭ জুন বেলা ১১টার দিকে বিএনপির ক্যাডার আবুল হোসেন ও রাকিবের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ছাত্রবন্ধু লাইব্রেরিতে হামলা করে ও তালা ঝুলিয়ে দেয়। সে সময় প্রতিষ্ঠানের মালিক সাংবাদিক মো: রফিকুল ইসলামকে অকথ্য ভাষায় গালাগালি করে ও তাকে খোঁজাখুঁজি করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। সে সময় রফিকুল ইসলাম দোকানে ছিলেন না। পরে তিনি দোকানে এসে পুলিশ নিয়ে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কিছুক্ষণ পর পুলিশ তার কাছে থেকে চাবি নিয়ে যায়। থানা পুলিশের কাছে চাবি চাইলে চাবি দেননি। সাংবাদিক রফিকুল ইসলাম জাতীয় সংবাদপত্র ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এজেন্ট। এ ক’দিন পত্রপত্রিকা বিলি করতে পারছেন না। জনগুরুত্বপূর্ণ সেবা সার্ভিস সংবাদপত্র ও কুরিয়ার সার্ভিস সঠিকভাবে সেবা দিতে পারছেন না। এতে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছে। এ ব্যাপারে গতকাল সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন নিন্দা জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্ত্রাসী হামলা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ