মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রবল বিরোধিতা উপেক্ষা করে ভারতের লোকসভায় তিন তালাক বিল পেশ করা হয়েছে। শুক্রবার (২১ জুন) বিরোধী পক্ষের প্রতিবাদ সত্ত্বেও বিতর্কিত এই বিলটি পেশ করা হয়।
প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর এটিই লোকসভায় প্রথম বিল। এর আগে ষষ্ঠদশ লোকসভায় বিলটি পাশ হয়ে রাজ্যসভায় আটকে ছিল। কিন্তু মেয়াদ শেষ হওয়ার জন্য তা বাতিল হয়ে যায়। ওই বিলে স্ত্রীকে তিনবার তালাক শব্দ উচ্চারণ করে কেউ বিবাহ বিচ্ছেদ করলে তাকে তিন বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছিল।
নতুন বিলটিতেও একই ধরণের বিধান রাখা হয়েছে। বিরোধীদের দাবি, একতরফাভাবে মুসলমানদের লক্ষ্য করেই এটি পেশ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।