Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে ২ নারীর লাশ উদ্ধার

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৯, ৩:৩২ পিএম

রাজশাহীর মোহনপুর উপজেলায় দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার পদ্মবিল ও দুর্গাপুর গ্রাম থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়।

এদের মধ্যে একজনকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করা হয়েছে এবং অন্যজন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

নিহতরা হলেন, উপজেলার ওষায়ের হাটরা গ্রামের বাবুল ইসলামের স্ত্রী আসমা বেগম (৪০) ও দুর্গাপুর গ্রামের মো. বুলবুল্লাহর স্ত্রী আনোয়ারা বেগম (৪৮)।

আনোয়ারার ঝুলন্ত লাশ ঘরে ফাঁস দেয়া অবস্থায় পাওয়া গেছে। আর আসমা বেগমের লাশ পাওয়া গেছে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে বিলের ভেতর।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহমেদ জানান, শনিবার সকালে পদ্মবিলে ছাগল চরাতে গিয়ে দুই শিশু প্রথমে আসমা বেগমের লাশ দেখতে পায়। এরপর বিষয়টি জানাজানি হলে পুলিশ গিয়ে দুপুরে লাশ উদ্ধার করে।

নিহতের পা ও মুখে জখম রয়েছে। ঘটনাস্থল থেকে একটি কনডমের প্যাকেট উদ্ধার করা হয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর আসমাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ