বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছবিসহ নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে কেউ যেন হয়রানির শিকার না হয় সে দিকে দৃষ্টি রেখে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে অতীতের শিক্ষাকে কাজে লাগিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি সংশ্লিষ্টদের সজাগ থাকতে হবে।
শনিবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা অডিটরিয়াম হলে উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন, জেলা নির্বাচন অফিসার মাহাবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আলমগীর, থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান, উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী। উদ্বোধনী অনুষ্ঠানে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি সংশ্লিষ্ট ৫ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।