রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা
আসন্ন ইউনিয়ন নির্বাচনে সিলেটের ওসমানীনগর উপজেলার ৬নং তাজপুর ইউনিয়নের দুইটি ওয়ার্ডের ভোটার তালিকায় ভুলের অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে দুইটি ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থীরা বিপাকে পড়েছেন। তারা মনোনয়নপত্র দাখিল করতে পারছেন না। অন্যদিকে দাখিলের সময়ও শেষ হয়ে আসছে। ওয়ার্ড দুটি হচ্ছে ৬নং তাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বরায়া-(১) ও ৮নং ওয়ার্ড বরায়া-(২)। সমস্যা হয়েছে দুটি ওয়ার্ডে দুটি গ্রামের নাম একই হওয়ায়। জানা যায়, আসন্ন ইউনিয়ন নির্বাচনে উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচনের মনোনয়নপত্র দাখিল গত ২৮ এপ্রিল থেকে শুরু হয়েছে এবং ৩ মে জমাদানের শেষ দিন। মনোনয়নপত্র দাখিলের খবর পেয়ে প্রার্থীরা ফরম এবং ভোটার তালিকা সংগ্রহ করতে থাকেন। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার ৬নং তাজপুর ইউনিয়নের ৮নং ও ২নং ওয়ার্ডের ভোটার তালিকা সংগ্রহ করেন প্রার্থীরা। এ সময় তালিকার ৮নং ওয়ার্ড বরায়া গ্রামের ভোটার তালিকা ২নং ওয়ার্ড বরায়া গ্রামের তালিকায় চলে এসেছে এবং ২নং ওয়ার্ড বরায়া গ্রামের ৮নং ওয়ার্ড বরায়া গ্রামের ভোটার তালিকায় চলে গেছে। বিষয়টি গত ইউনিয়ন নির্বাচনে ধরা পড়লে বরায়া গ্রামের এবং ওসমানীনগর উপজেলা আ.লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান সিলেট জেলা নির্বাচন অফিসে গিয়ে সংশোধনের জন্য আবেদন করে সংশোধ করেন। কিন্তু এবারের তালিকায়ও ভুল চলে আসে। এতে করে প্রার্থীরা ওসমানীননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন অফিসারের নিকট সমাধানের জন্য আসেন। গত ২৫/০৭/২০১৫ তারিখে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন অফিসারের নিকট সংশোধন করার আবেদন করা হয়। কিন্তু তা প্রায় ১০ মাস হলেও আমলে নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে প্রার্থীরা বিপাকে পড়েছেন। তাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদ প্রার্থী খালেদ আহমদ খুকু জানান, মনোনয়নপত্র দাখিলের সময় এসে দেখি ভোটার তালিকায় আমাদের নাম নেই। নাম রয়েছে ২নং ওয়ার্ডে। ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী বলেন, অভিযোগ পেয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। সমাধানের চেষ্টা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।