রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পঞ্চগড় জেলা সংবাদদাতা
পঞ্চগড়ের ৪টি ইউনিয়নে ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন দপ্তর। গত বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারওয়ার জাহান এ তথ্য জানান। আগামী ৩১ মার্চ এ উপজেলার ১০টি ইউনিয়নে ভোট গ্রহণের তফসিল দেয়া হয়েছিল। এর মধ্যে ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত হলো। স্থগিত হওয়া ইউনিয়নগুলো হলো- ময়দান দীঘি, বড়শশী, মাড়েয়া বামনহাট ও কাজলদীঘি কালিয়াগঞ্জ। সারওয়ার জাহান বলেন, ভোটার তালিকা হালনাগাদ না হওয়ায় বোদা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে কমিশন। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনার ২ শাখার উপসচিব মো. সামসুল আলমের পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। বাকি ছয় ইউনিয়নের নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানান এ কর্মকর্তা। তবে বামণহাট মাড়েয়াসহ সব কটি ইউনিয়নের বাসিন্দারা খুব তাড়াতাড়ি এসব এলাকায় নির্বাচন দেয়ার দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।