বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তার নাম সবুর আলী (৩৮)।
শুক্রবার গভীররাতে আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সবুর আলী একই গ্রামের পলান মণ্ডলের ছেলে। তিনি গরু মোটাতাজাকরণ ব্যবসা করতেন।
হারদী ইউনিয়ন কৃষকলীগ নেতা আনোয়ার হোসেন জানান, সবুর আলী গরু মোটাতাজাকরণ ব্যবসা করতেন। চুরির ভয়ে রাতে বারবার ঘুম থেকে উঠে গরু দেখতেন তিনি। সে কারণে হয়তো ঘরের দরজা খুলে ঘুমিয়েছিলেন। তার স্ত্রী পাশের রুমে ঘুমাচ্ছিলেন।
সেই সুযোগে শুক্রবার গভীররাতে ঘাতকরা ঘরে ঢুকে ঘুমন্ত সবুর আলীকে গুলি করে হত্যা করেছে বলে প্রতিবেশীদের ধারণা।
নিহত সবুর আলীর স্ত্রী সালমা খাতুন বলেন, রাত ২টার দিকে গুলির শব্দে আমার ঘুম ভেঙে যায়।
এরপর উঠে দরজা খুলতে গিয়ে দেখি বাইরে থেকে আটকানো। সম্ভবত ঘাতকরা স্বামীকে খুনের আগে বাইরে থেকে দরজার শিকল লাগিয়ে দিয়েছিল।
শনিবার ভোরে আলমডাঙ্গা থানার ওসি মুন্সি আসাদুজ্জামান বলেন, ঘাতকরা গুলি করেছে না কি অন্য কিছু দিয়ে আঘাত করে হত্যা করেছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের পর হয়তো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
আর কী কারণে এ খুনের ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।