Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কানাডা টি-২০ লিগে সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০১৯, ৮:৩৪ পিএম

আসন্ন কানাডা গ্লোবাল টি-২০ ক্রিকেট লিগে খেলবেন শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশী তারকা ব্রাম্পটন উলভসের হয়ে খেলবেন বলে টুর্নামেন্ট আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও বিগ ব্যাশের মত বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে অংশ নেয়া সাকিব প্রথমবারের মত অংশ নিতে যাচ্ছেন কানাডায়।
ব্রাম্পটন উলভসে বাংলাদেশের সাকিব ছাড়াও খেলবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন সামি, পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি, নিউজিল্যান্ডের ওপেনার কলিন মুনরোর মত তারকা ক্রিকেটাররা।
ইংল্যান্ডে চলমান ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন সাকিব। এ পর্যন্ত ব্যাট হাতে পাঁচ ম্যাচে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৪২৫ রান করেছেন এই বাঁ-হাতি। এছাড়া বল হাতে শিকার করেছেন পাঁচ উইকেট।
দ্বিতীয়বারের মত অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে ছয়টি দল ব্র্যাম্পটন উলভস, এডমন্টন রয়্যালস, মন্ট্রিল টাইগার্স, টরন্টো ন্যাশনালস, ভ্যাঙ্কয়েভার নাইটস ও উইনিপেগ হকস অংশ নিচ্ছে। আগামী ২৫ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ২২ ম্যাচের টুর্নামেন্টটি কানাডার বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাকিব

২৯ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
৯ অক্টোবর, ২০২২
৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ