Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের নির্বাচন ইভিএম লুট

সংঘর্ষের জের ধরে প্রার্থীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন, আটক ৫

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৯, ৬:২৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া শান্তিপূর্নভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। এই উপজেলার ৬৩ কেন্দ্রের সবকটিতেই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হয়। একারনে ভোট গ্রহন কিছুটা ধীরগতির হয়েছে। এদিকে ভোটচলাকালে একটি কেন্দ্রের ইভিএম মেশিন লুট করে নেয়া হয়। এছাড়া লক্ষীমুড়া এলাকায় কেন্দ্রের বাইরে নৌকা ও ঘোড়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনার জের ধরে স্বতন্ত্র প্রার্থী নাছিমা লুৎফর রহমানের জেলা শহরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙ্গচুর করা হয়।
সকাল থেকে শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন শুরু হয় এখানকার সবকটি কেন্দ্রে। তবে ভোটার উপস্থিতি ছিলো কম। এক ঘন্টায় কোন কোন বুথে ২টি ভোট পড়ে মাত্র।
দুপুর ১২টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আ’লীগ মনোনীত প্রার্থী তানভীর ভূঁইয়ার এজেন্টদের বিরুদ্ধে ইভিএম যন্ত্রাংশ লুট করে নেয়ার অভিযোগ উঠে। এসময় প্রায় ২ ঘন্টা ভোট গ্রহন বন্ধ ছিল। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলীর ঘোড়া প্রতিকে বেশি ভোট পড়ছে বুঝতে পেরে নৌকা প্রতিকের এজেন্টরা হঠাৎ করে আক্রমণ চালায়। এ সময় তারা কয়েকটি মনিটর লুটে নিয়ে যায় এবং কয়েকজনকে মারধর করে। সাতগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নূর মাহমুদ জানান, দুপুরে হঠাৎ করে কয়েকজন বুথে আক্রমণ করে। তারা ইভিএমের সঙ্গে সংযুক্ত একটি মনিটর ভাঙচুর করে চারটি মনিটর লুটে নিয়ে যায়। বুধন্তি ইউনিয়নের শশই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আ’লীগ প্রার্থীর লোকজন ঘোড়া প্রতিকে ভোট বেশি কাস্ট হওয়া দুপুর সাড়ে ১১টা থেকে প্রায় ১ ঘন্টা ভোট গ্রহন বন্ধ রাখে।
দুপুর সাড়ে ১২ টার দিকে পত্তন ইউনিয়নের বড়পুকুর পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বহিরাগত নৌকার সমর্থক ও এলাকাবাসী ঘোড়ার সমর্থকদের মধ্যে মারামারি বেঁধে যায়। এসময় পুলিশ কন্সটেবল রিপন মোদক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, সাবেক ভিপি হাসান সারোয়ার সহ ৭/৮ জন আহত হন। আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেয়। তবে ভিপি হাসান সারোয়ারকে ঢাকায় প্রেরন করা হয় উন্নত চিকিৎসার জন্য। দুপুর দেড়টার দিকে বুধন্তী ইউনিয়নের বুধন্তী আহলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে আ’লীগ প্রার্থীর ১০/১২ জন সমর্থক ফায়েজ মিয়া নামের এক যুবককে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করে। সে বুধন্তী গ্রামের আব্দুল মন্নাফ মিয়ার ছেলে। এর আগে একই ইউনিয়নের শশই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই গ্রামের সাবেক মেম্বার আজিজুর রহমান চমককে মারধর করে আ’লীগ প্রার্থীর সমর্থকরা।
এদিক দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলী বাস ভবনে একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে। আ’লীগ মনোনীত প্রার্থী তানভীর ভূইয়ার লোকজন হামলা করেছে বলে অভিযোগ করেছেন নাছিমা মুকাই আলী। দুর্বৃত্তরা ২টি জিপ, করোলা প্রাইভেটকার, মটর সাইকেল ব্যাপক ভাংচুর ও পুলিশের একটি মটর সাইকেলে অগ্নিসংযোগক করে এবং ২টি মটর সাইকেল লুট করে নিয়ে যায়। স্থানীয়রা জানায়, দুপুর প্রায় সোয়া দুইটার দিকে বিজয়নগর উপজেলা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলী শহরের হালদারপাড়াস্থ প্রার্থীর স্বামীর লুৎফুর রহমান টাওয়ারে ৫০/৬০জন অস্ত্রধারী একদল দুর্বৃত্ত হামলা চালায়। দুর্বৃত্তরা বাস ভবনের ফটক ভেঙ্গে প্রার্থীর অফিস কক্ষ, জেনারেটর কক্ষ, অভ্যর্থনা কক্ষ, প্রহরীর ২টি কক্ষসহ নিচতলার ৫টি কক্ষ ভাংচুর করে দোতলায়ও ব্যাপক ভাচুর চালায়। এসময় বাড়ির বিভিন্ন আসবাবপত্রও ভাংচুর করা হয়। পরে তারা বাসভবনের আন্ডার গ্রাউন্ডে পার্কির এলাকায় প্রার্থীর ব্যবহৃত ল্যান্ড ক্রুজার (ঢাকা মেট্রো-ঘ-১৫-৭৪৩৪) জিপ, পাজেরো (ঢাকা-মেট্রো-ঘ-১১-৮৭৯৪) জিপ, টয়োটা সেলুন (ঢাকা-মেট্রো-ভ-১১-২০৩৩) প্রাইভেটকার, এই বাড়ি ভাড়াটিয়া দৈনিক আজকালের খবরের জেলা প্রতিনিধি মোজাম্মেল চৌধুরীর মোটর সাইকেল (ঢাকা-মেট্রো-হ-২৭-৮৭৭০) ভাংচুর করে। এরপর তারা বাড়ির সামনে রাখা বাড়ির ভাড়াটিয়া নবীনগর থানার এসআই জাহাঙ্গীর আলমের মোটর সাইকেল (পুলিশ-কক্সবাজার-ল-১১-২৯৯২) রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয়। তবে ২টি মটর সাইকেল লুট করে নিয়ে যেতে সক্ষম হয় দুর্বৃত্তরা। এসময় বাড়ির দারোয়ান আহত হয়। দুর্বৃত্তদের তান্ডবে পুরো এলাকায় মুহুর্তের মধ্যে তীব্র আতংক ছড়িয়ে পড়ে। পাশের রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ, ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি রামদা, ২টি চাপাতিসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করে। নাছিমা মুকাই আলী অভিযোগ করে বলেন, তানভীর ভূইয়ার লোকজন আমার বাড়িতে হামলা চালিয়েছে। আমার গাড়ি ভাঙচুর করেছে। আমা ঘরে হামলা করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়েছে। আশপাশের লোকজন সবকিছু ভিডিও করে রেখেছে। এ ঘটনার পর ওই আবাসিক এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এসময় পুলিশ এ হামলায় জড়িত সন্দেহে জেলা সৈনিক লীগের আহবায়ক ও সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম জুম্মান, মেহেদী হাসান, মারুফ মিয়া, আরমান, ইয়াছিন আরাফাতকে আটক করে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ