Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেসিসি ভবনে আগুন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৯, ৪:৩৯ পিএম

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনের পাঁচতলায় হিসাব বিভাগের একটি রুমের সুইচবোর্ডে আগুন লেগে ধোঁয়া ছড়িয়ে পড়ে। খবরটি নগর ভবনে ছড়িয়ে পড়লে আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীসহ সবাই উদ্বিগ্ন হয়ে ছুটোছুটি শুরু করেন। 

খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। দ্রুত সময়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট পৌঁছে যায় নগর ভবনের সামনে। এরই মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নগর ভবনের পাঁচ তলায় হিসাব শাখা, ট্রেড লাইসেন্স শাখা, বাজার শাখা, শিক্ষা শাখা, আইন শাখার অফিস রয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, হিসাবরক্ষক রওশনারার রুমের ফ্যানের সুইচে আগুন লাগলে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আসে। এরই মধ্যে আগুন নিভিয়ে ফেলেন সিটি করপোরেশনের লোকজন।
খুলনা সিটি করপোরেশনের হিসাব বিভাগের বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার এমএম হাফিজুর রহমান বলেন, শর্টসার্কিট থেকে সুইচবোর্ডে আগুন লেগে ছিলো। সঙ্গে সঙ্গে তা নিভিয়ে ফেলা হয়েছে। বোর্ডটি পুড়ে গেছে। এছাড়া আর কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
এর আগে ২০১৬ সালের ১৪ মার্চ নগর ভবনের একই তলায় ট্রেড লাইসেন্স শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ