Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আজ

হবিগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৯, ১০:৩৫ এএম

হবিগঞ্জের নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলার আজ প্রথম নির্বাচন, কোন ভাগ্যবান হচ্ছেন প্রথম চেয়ারম্যান। এর সমাধান দেবেন ভোটাররা। এ নিয়ে জল্পনা-কল্পনার যেন শেষ নেই। সর্বশেষ ঘোষিত দেশের ৪৯২তম উপজেলা হচ্ছে শায়েস্তাগঞ্জ। হবিগঞ্জ জেলার অন্য ৮টি উপজেলা পরিষদের নির্বাচন ভাল ভাবে সম্পন্ন হলেও বাকি ছিল শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাচন। সকল প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে আগামীকাল পঞ্চম ধাপে অনুষ্ঠিত হচ্ছে এ উপজেলার নির্বাচন। প্রথমবার নির্বাচিত চেয়ারম্যানের উপরই নির্ভর করছে নতুন এ উপজেলার উন্নয়নের ধারা কেমন হবে। সবদিক ভেবেই সৎ ও যোগ্য প্রার্থী দেখে চেয়ারম্যান নির্বাচিত করতে চান এ উপজেলার ভোটাররা। হবিগঞ্জ জেলাবাসীর দৃষ্টি এখন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচনের দিকে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন মোট ৩ জন। তারা হচ্ছেন, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল “নৌকা”, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং নূরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল “আনারস” এবং হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী আহমদ খান “ঘোড়া” প্রতিকে প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন মোট ৫ জন। তারা হচ্ছেন, বিএনপি নেতা সৈয়দ তানবির আহমেদ জুয়েল “চশমা”, আওয়ামী লীগ নেতা বদরুল আলম দিপন “টিউবওয়েল”, খন্দকার শফিক মিয়া সরদার, “তালা”, সাবেক ছাত্রলীগ নেতা গাজিউর রহমান ইমরান “মাইক” ও মোঃ আব্দুল মতিন মাষ্টার “বই” প্রতিক নিয়ে।
অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোট ৫ জন। তারা হচ্ছেন, আওয়ামীলীগ নেত্রী সাবেরা সুলতানা হেপী “কলস” মমতাজ বেগম ডলি “প্রজাপতি” রুবিনা আক্তার “ফুটবল”, পারভিন আক্তার “হাঁস” ও মুক্তা আক্তার “পদ্মফুল” প্রতিক নিয়ে। তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার ৪৫ হাজার ৬ শত ৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৬ শত ২০ জন ও নারী ভোটার ২৩ হাজার ৪৪ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৮ টি। তন্মধ্যে ব্রাহ্মণডুরা ইউনিয়নে মোট ৯ হাজার ৩৪১, নুরপুর ইউনিয়নে মোট ১০ হাজার ৫৬৭ জন, শায়েস্তাগঞ্জ ইউনিয়নে মোট ৯ হাজার ৪১ জন এবং শায়েস্তাগঞ্জ পৌরসভায় ভোটার সংখ্যা ১৬ হাজার ৭১৭ জন।
কোন কেন্দ্রে কত ভোট নুরপুর ইউনিয়ন-নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৩৬৭ জন, পূর্ব নোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ২৭ জন, পুরাসুন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৬৪৭ ভোট, শাহজিবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৪২৪ ভোট।
শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পশ্চিম চরহামুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৮২ ভোট, পশ্চিম বড়চর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ১২২ ভোট, কাজীরগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৯৭১ ভোট, নিশাপট সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৬৯৬ ভোট, লাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ১৭১ ভোট।
ব্রাহ্মণডোরা ইউনিয়ন-মোজাহের উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ১৯২ ভোট, ব্রাহ্মণডোরা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৯৩৭ ভোট, বিশাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ১১২ ভোট।
শায়েস্তাগঞ্জ পৌরসভা-পূর্ববড়চর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৮৯৭ ভোট, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ১৫৪ ভোট, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ২৫৪ ভোট, সুদিয়াখলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৭৪৫ ভোট, বিরামচর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৮৫০ ভোট, উবাহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৮১৭ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণের সকল ব্যবস্থা সম্পন্ন হয়েছে। সোমবার সকালে প্রিজাইডিং কর্মকর্তারা সিল, ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমুছনিয় কালি সহ নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়েছেন। একই সঙ্গে আইনশৃংখলা রক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ