Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলায় থেকে বাঙালি হটাও চলবে না - মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৯, ৬:৪১ পিএম

নির্বাচন পরবর্তী হিংসা থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে সাম্প্রতিক স্বাস্থ্য সংকট- একের পর এক ইস্যুতে তার সরকারকে কোণঠাসা করার চেষ্টায় বিরোধীরা। তবে শুক্রবার কাঁচরাপাড়ায় কর্মীসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন, ‘লড়াই চলবে।’ পাশাপাশি এনআরএস কাণ্ডে তার মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবে এনআরএস হাসপাতালে ‘বহিরাগত’ ছিল বলে ফের একবার জানান রাজ্যের মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গের কাঁচরাপাড়ায় এদিন নাম না করে বিজেপি নেতা মুকুল রায়কে তীব্র আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘কাঁচরাপাড়ায় রেলের ছোটখাট কন্ট্র্যাকটরি করতেন কেউ কেউ। এখন মাঝে মাঝে ব্যাংকক, সিঙ্গাপুর, দুবাই যাওয়া হয় কেন? দমদমে, সল্টলেকে কারা জমি কিনে ধাবা বানাচ্ছে? সব খবর আছে আমার কাছে।’ নাম না নিয়ে তাকে ‘গাদ্দার’ বলেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘দলের অনেকেই আগে সতর্ক করেছিলেন। গাদ্দারের থেকে সাবধান থাকতে। আমি শুনিনি। এদের লজ্জা করে না, বাংলায় রাজনীতি করে। এদিকে, ভোটার কার্ড দিল্লির।’

বিজেপির বিরুদ্ধে নির্বাচনে ইইভএম বিভ্রাট ও টাকা বিলির অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। তবে ২১ জুলাই-এর পর ‘ইভিএম এর পরিবর্তে ব্যালট’ দাবি নিয়ে তৃণমূল মাঠে নামবে বলে জানিয়ে দেন নেত্রী।

বাংলা ও বাঙালির স্বার্থে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলার সভ্যতা-সংস্কৃতিকে যদি ভালোবাসেন, তবে মাথা উঁচু চলবেন। আমি যখন উত্তরপ্রদেশ, বিহার, পঞ্জাবে যাই, তখন ওখানকার ভাষায় কথা বলি। একইভাবে পশ্চিমবঙ্গে থাকলেও বাংলা বলতে হবে। বাংলায় থাকবে, আর বাইকে চেপে গুন্ডামি করবে, বরদাস্ত করব না। বাংলায় থেকে বাঙালি হটাও চলবে না।’

কর্মীদের উদ্দেশে তৃণমূল নেত্রী বলেন, ‘এখন থেকে চাবুকের মতো লড়াই করবেন। ওরা একটা মিটিং করলে পাল্টা ১০টা করবেন। ওরা কালো পতাকা দেখালে, আপনারাও দেখাবেন।’ বিজেপিকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘তৃণমূলকে দুর্বল মনে করবেন না। করতে চাই না। তবে পাল্টা আমিও করতে পারি।’

এদিকে, রথতলা এলাকা দিয়ে সভাস্থলের উদ্দেশে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীর কনভয় নিশানা করে ফের ‘জয় শ্রী রাম’ স্লোগান তোলেন বিজেপি সমর্থকরা। তবে এবার কনভয় থামিয়ে মুখ্যমন্ত্রী নেমে আসেননি। সূত্র: টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ