নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ধর্ষণ মামলায় অভিযুক্ত ফুটবল তারকা নেইমারকে প্রায় পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে ব্রাজিলীয় পুলিশ। গত মাসে প্যারিসের একটি হোটেলে সাক্ষাৎ করতে যাওয়া এক নারীকে ধর্ষণ করেন বলে নেইমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বরাবরের মত সেই অভিযোগ অস্বীকার করেছেন পিএসজি তারকা।
২৭ বছর বয়সি নেইমার বৃহস্পতিবার ব্রাজিলের স্থানীয় সময় বিকেল চারটায় কিছুটা আগে থানায় আসেন এবং রাত আনুমানিক ৯টার দিকে ফিরে যান। মাঝের দীর্ঘ সময় তাকে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে থাকতে হয়। নেইমার সাংবাদিকদের বলেন, ‘আজ বা কাল, সত্যিটা উৎঘাটিত হবেই।’
গত সপ্তাহে কাতারের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নিতে গিয়ে ফের ইনজুরিতে পড়েন নেইমার। এরপর ক্র্যাচে ভর করে মাঠ ছাড়তে হয় তাকে। এ ইনজুরির কারণে নিজ মাঠে কোপা আমেরিকায় খেলতে পারছেন না বিশ্বের সবচেয়ে দামী এ ফুটবলার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।