বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বগুড়া শহরের চিহ্নিত সন্ত্রাসী আব্দুল্লাহ আল জোনায়েদ রনি ওরফে বি ক্লাশ (৩৫) গুলিবিদ্ধ হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) দিবাগত রাত ২টার দিকে বগুড়া শহরের পালশা আদর্শ কলেজের সামনে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। গুলিবিদ্ধ রনি ওরফে বিক্লাশকে গ্রেফতার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে শহরের হাকির মোড় এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র, মাদক, নারী নির্যাতন ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশে রাতে শহরের পালশা আদর্শ কলেজের সামনে একদল সন্ত্রাসী অবস্থান করছিল। খবর পেয়ে রাত ২টার দিকে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযানে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে বাকিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হয় রনি ওরফে বিক্øাশ। পরে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, তিন রাউন্ড গুলি এবং একটি ধারালো চাপাতি উদ্ধার করেছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।