Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মসনবী শরীফ

মসনবী শরীফ | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৯, ১২:৩৮ এএম

মাওলানা জালাল উদ্দীন রূমী রহ.
কাব্যানুবাদ : রূহুল আমীন খান

 

১৬৯৫. তাঁদের বাতানো রাহে চল যদি, আর পড় কুরআন
খোদা-প্রেমে তাঁর বিছেদ বেদনে দিল হবে আনচান।

১৬৯৬. খাঁচায় ব’িদ যে পাখি করে না মুক্তির তদবীর
পরিচয় সে তো তার অজ্ঞতা অলসতা বোকামির।

১৬৯৭. পিঞ্জর হতে মুক্তি হাসিল হয়েছে যেই রূহের
সে রূহ মহান নবী ও রাসূল, কামিল মুর্শিদের।

১৬৯৮. ঊর্ধ্বজগৎ হতে তাহাদের ধ্বনি ওই শোনা যায়
আমরা মুক্ত, মুক্তি নিহিত কেবল এই রাহায়।

১৬৯৯. দেহের ক্ষুদ্র পিঞ্জর হতে মুক্তিকামীরা শোনো
এটিই কেবল মুক্তির পথ, নাই পথ আর কোনো।

১৭০০. নিজেকে বানাও এমন রিক্ত বিপণœ অসহায়
ভাবে যেন লোক তুমি নগণ্য সাধারণ অতিশয়।

১৭০১. যশঃখ্যাতি মান কঠিন পর্দা রাহে খোদা প্রাপ্তির
সাধনার পথে মহাবিঘœ এ লৌহের যিঞ্জির।

১৭০২. শোনাব এবার বন্ধুরা এক কাহিনী চমৎকার
পাবে সুবাতাস পাড়ি দিতে মহা দুস্তর পারাবার।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন