Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনী ট্রাইবুনালের রায়ে বাইস চেয়ারম্যান মাওলানা জমিরীর কাজ করতে বাধা নেই

বিশেষ সংবাদদাতা কক্সবাজার | প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৯, ৯:৫৬ পিএম

টেকনাফ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমেদ জমিরির দায়িত্ব পালনের বিরুদ্ধে কক্সবাজার যুগ্ম জেলা জজ আদালতের আদেশ স্থগিত করেছে জেলা জজ আদালতের বিচারক।
ভাইস চেয়ারম্যান জমিরির নির্বাচনী আপীল মামলা নং-০২/২০১৯ শুনানি শেষে বৃহস্পতিবার (১৩ জুন) জেলা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ এ আদেশ প্রদান করেন।
এসময় মামলার বাদী পক্ষে ছিলেন সাবেক পিপি অ্যাডভোকেট ছৈয়দ আহমদ, সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল মোস্তফা মানিক, অ্যাডভোকেট মনিরুল ইসলাম।
আদেশ অনুযায়ী আগামী ৮ জুলাই পর্যন্ত মাওলানা ফেরদৌস আহমদ জমিরি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে কার্যক্রম পরিচালনা করতে আইনগত কোনো বাধা নেই।
সেইসাথে প্রতিবাদী আপত্তি দাখিলের পর তা পরিপূর্ণ শুনানি শেষে নিষ্পত্তি করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মৌলভী রফিক উদ্দিন বাদী হয়ে নির্বাচনী ট্রাইব্যুনাল-১ ও যুগ্মজেলা ও
দায়রা জজ-১ এর আদালতে ০১/২০১৯ নম্বর নির্বাচনী মামলাটি দায়ের করেন।
মামলা শুনানি শেষে আদালতের বিচারক সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরির দায়িত্ব পালনে স্থগিতাদেশ দিয়েছিলেন।
ওই স্থগিতাদেশের বিরুদ্ধে নির্বাচনী আপিল নং -০২/২০১৯ দায়ের করেন মাওলানা ফেরদৌস আহমদ জমিরি।
তিনি আপিলে প্রতিপক্ষের দায়ের করা মামলায় কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার, পুনঃভোট আবেদন বাতিল ও বিভিন্ন কারণ দেখিয়ে দায়ের করা মামলা খারিজ চেয়েছেন।
উল্লেখ্য, গত ২৪ মার্চ টেকনাফ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
মাওলানা ফেরদৌস আহমদ জমিরী (তালা) ১৮ হাজার ৩৬৮ ভোট পেয়ে টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা রফিক উদ্দিন (মাইক) পান ১৭ হাজার ১১৭ ভোট।

নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী গত ২৫ এপ্রিল নির্বাচিত ভাইস চেয়ারম্যান হিসেবে মাওলানা ফেরদৌস আহমেদ জমিরি শপথ নেন। এরপর উপজেলা পরিষদের প্রথম সভাও করেন।

কিন্তু পরাজিত প্রতিদ্বন্দ্বী মওলবী রফিক উদ্দিন জমিরীর বিরুদ্ধে মামলা করে নির্বাচনী ট্রাইবুনালে। এদিকে মামলা সম্পর্কে জামিয়াতুল মোদার্রেছীন নেতা ভাইস চেয়ারম্যান মাওলানা জমিরী বলেন, তাঁর পরাজিত প্রতিদ্বন্দ্বী মওলবী রফিক উদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একজন ইয়াবা ব্যবসায়ী। তিনি তাকে গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ