বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কালীগঞ্জে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, উপজেলার রাতকানা গ্রামের সম্ভু দাসের কন্যা স্বর্ণা দাস (১৪) দক্ষিণ নারগানা গ্রামে নানার বাড়ীতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণীতে লেখাপড়া করছিল। মঙ্গলবার দুপুরে খাওয়া দাওয়া করে স্বর্ণা ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ে। সন্ধ্যায় তার নানা তাকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের জানালা দিয়ে গলায় শাড়ি প্যাঁচানো অবস্থায় স্বর্ণার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, এখনো আত্মহত্যার কারণ জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য বুধবার দুপুরে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।