Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনক্ষণ ঘনিয়ে আসলেও ভোটারদের মাঝে সাড়া নেই

সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা ঃ | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৯, ৯:৫৬ পিএম

পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ জুন। দিনক্ষণ ঘনিয়ে আসলেও ভোটারদের মাঝে তেমন সাড়া নেই। এ উপজেলা পরিষদ নির্বাচনে ৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এরা হলেন স্বতন্ত্র প্রার্থী গোলাম আহসান হাবীব মাসুদ (মোটর সাইকেল), স্বতন্ত্র প্রার্থী খয়বর হোসেন মওলা (ঘোড়া) জাপা মনোনীত আহসান হাবীব (লাঙ্গল) ও আ’লীগের মনোনীত আশরাফুল আলম সরকার লেবু (নৌকা)। এর মধ্যে খয়বর হোসেন মওলা আ’লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে স্বক্রিয় রয়েছেন। ভোটের মাঠে তার অবস্থান মোটামোটি ভালই দেখা যাচ্ছে। আ’লীগ দলীয় অনেক নেতাকর্মীই তার পক্ষে প্রচারণায় রয়েছেন। তাকে টপকিয়ে পার পাওয়ার চেষ্টা করছেন নৌকার প্রার্থী আশরাফুল আলম লেবু। লেবুর পক্ষেও আ’লীগের নেতাকর্মী কাজ করছেন। এদিকে আ’লীগের অনেক নেতাকর্মী এখনো মাঠে নামেননি।

জাতীয় পার্টির একক প্রার্থী আহসান হাবিব খোকন (লাঙ্গল) একটা শক্ত অবস্থানেই রয়েছেন। এদের সবাইকে টপকিয়ে নির্বাচনি বৈতরণী পার হওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী গোলাম আহসান হাবিব মাসুদ। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছে ৬ জন। এরা হলেন আব্দুর রাজ্জাক তরফদার (টিউবওয়েল), আল-শাহাদৎ জামান (তালা), জাপানেতা আসাদুজ্জামান মনি (লাঙ্গল), শওকত আলী (টিয়া পাখি), ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সফিউল ইসলাম সরকার আলম (চশমা), আ’লীগ নেতা সুরজীত কুমার সরকার বৈদ্যুতিক বাল্ব), মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৪ জন। এরা হলেন আ’লীগ নেত্রী আল্পনা রাণী গোস্বামী (ফুটবল), আ’লীগ নেত্রী উম্মে সালমা (হাঁস), আ’লীগ নেত্রী সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম কাকলী (কলস) ও জাপানেত্রী হোসনে আরা বেগম (লাঙ্গল) প্রচারনায় সকল প্রার্থী মূখর হয়ে উঠেছে। হাট-বাজার ও গুরুত্বপুর্ন জায়গা সমুহে পোষ্টারে ছেয়ে গেছে। মাইকের শব্দে প্রকম্পিত হচ্ছে এলাকা। গানের সুরে প্রচার প্রচারনা করে ভোট প্রার্থনা করা হচ্ছে। কিন্তু সাধারন ভোটারদের মাঝে তেমন আগ্রহ লক্ষ্য করা যাচ্ছেনা। খোর্দ্দার চরের ভোটার রফিকুল ইসলাম জানান শুধু মাইকে প্রচারনা শুনি কিন্তু এখন পর্যন্ত কোন প্রার্থীকেই স্বচক্ষে দেখিনি। নিজামখা গ্রামের ভোটার মহির উদ্দিন জানান নির্বাচনে কয়জন প্রার্থী রয়েছে তা জানিনা । তবে ভোট দিলে ভাল প্রার্থী দেখে শুনে দিব। তারাপুর গ্রামের ভোটার পারভিন বেগম বলেন কাজ করে জীবিকা নির্বাহ করি তাই ভোট নিয়ে কোন মাথা ব্যাথা নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ