Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে ৬ কোটি টাকার মাদক ধ্বংস

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৯, ১২:০৫ এএম

প্রায় ৬ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। গতকাল বুধবার সকালে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এ মাদক ধ্বংস অভিযান পরিচালিত হয়। ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ’১৯ সালের ১ জুন পর্যন্ত বিভিন্ন অভিযানে আটক এবং জব্দ করা হয়েছিল বিপুল পরিমাণ মাদকদ্রব্য। 

বিজিবি জানিয়েছে, ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ৩৬ হাজার ৮৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ, ১ হাজার ৬৫৯ লিটার বাংলা মদ, ১ হাজার ৮১২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার, ২ হাজার ২৭২ বোতল ফেন্সিডিল, ২৫৭ পিস ইয়াবা, ১০ হাজার ৬০০ কেজি গাঁজা ও ৩ লাখ ৮৪ হাজার পিস ভারতীয় বিড়ি। এগুলোর মূল্যমান ৫ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার ২০০ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২২ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ