নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইউরো ২০২০ বাছাইয়ে জয়ের ধারা ধরে রেখেছে জার্মানি ও বেলজিয়াম। এস্তোনিয়ার জালে রিতিমত গোল উৎসব করেছে জোয়াকি লোয়ের দল। পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে ইতালি। আগের ম্যাচে হারের ধাক্কা সামলে জয়ের ধারায় ফিরেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।
তুরিনে ৩২ মিনিটে এডিন জেকোর গোলে এগিয়ে গিয়েছিল বসনিয়া। কিন্তু লোরেনজো ইনসিগনে বিরতির ঠিক পরপরই ম্যাচে সমতা ফেরানোর পর ৮৬ মিনিটে ভেরাত্তির কার্লিং শটে ইতালির জয় নিশ্চিত হয়। এই জয়ে চার ম্যাচে শতভাগ জয় নিয়ে গ্রুপ-জে’র শীর্ষ দল হিসেবে এখনো নিজেদেরকে শক্তিশালী অবস্থানে রেখেছে রবার্তো মানচিনির দল। ম্যাচ শেষে মানচিনি বলেছেন, ‘ম্যাচটা যে কঠিন হবে তা অনুমেয় ছিল। কিন্তু আমরা নিজেদের শক্তিমত্তার প্রমান দিয়ে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছি। গুরুত্বপূর্ণ হচ্ছে এখনো আমরা গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছি।’
গত সপ্তাহে তুরষ্কের কাছে হতাশাজনক পরাজয়ে পর জয়ে ফিরেছে ফ্রান্স। অপেক্ষাকৃত খর্বশক্তির দল অ্যান্ডোরার বিপক্ষে ৪-০ গোলের জয় তুলে নিয়েছে দিদিয়ের দেশ্যমের শিষ্যরা। চার ম্যাচে তিনটিতে জয় নিয়ে তুরষ্কের থেকে গোল ব্যবধানে এগিয়ে গ্রুপ-এইচ’র শীর্ষস্থানটা ফ্রান্সের দখলেই আছে। ম্যাচ শেষে দেশ্যম বলেন, ‘আমরা দারুনভাবে লড়াইয়ে ফিরে এসেছি। তুরষ্কের বিপক্ষে শনিবারের ম্যাচটিতে আমরা নিজেদের স্বাভাবিক ম্যাচ খেলতে পারিনি। তবে আজকের ম্যাচটা সহজ ছিল। যদিও ম্যাচের গভীরতা আগের মত ছিলনা, তবে আমরা সত্যিকার অর্থেই ভাল খেলেছি।’
শনিবার তুরষ্কের বিপক্ষে ২-০ গোলের পরাজয়ের ম্যাচটি থেকে মাত্র চারজনকে মূল একাদশে রেখেছিলেন দেশ্যম। কাল ফ্রান্সের হয়ে মূল একাদশে প্রথমবারের মত খেলতে নেমেছিলেন কার্ট জুমা, ক্লেমেন্ট লেঙ্গেল্ট ও লিও ডুবোয়িস। ম্যাচের ১১ মিনিটে কিলিয়ান এমবাপে ফরাসিদের এগিয়ে নেন। প্রথমার্ধে উইসাম বেন ইয়েডার ও ফ্লোরিয়ান থুভিনের গোলের ৩-০ গোলের লিড পায় বিশ্ব চ্যাম্পিয়নরা। ৬০ মিনিটে জুমা স্বাগতিকদের হয়ে চতুর্থ গোলটি করেন। গ্রুপের অপর ম্যাচে আইসল্যান্ড ২-১ গোলে তুরষ্ককে পরাজিত করায় গ্রুপ-এইচ’র শীর্ষ দল হিসেবে ফ্রান্স টেবিলের উপরে উঠে আসে।
তবে গতকাল সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে জার্মানী। মেইঞ্জের ঘরের মাঠে এস্তোনিয়াকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। সার্জি গ্যানাব্রি ও মার্কো রেয়াস দুটি করে গোল করেছেন। বাকি গোলগুলো এসেছে লিও গোয়েতজা, ইকাই গন্ডোয়ান, টিমো ভেয়ার্না ও লেরয় সানের কাছ থেকে। তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে গ্রুপ-সি’র দ্বিতীয় দল জার্মানী। এক ম্যাচ বেশী খেলে পূর্ণ ১২ পয়েন্ট অর্জন করে টেবিলের শীর্ষে রয়েছে নর্দান আয়ারল্যান্ড। বেলারুশের বিপক্ষে এদিন উজ্জীবিত নর্দান আয়ারল্যান্ড ১-০ গোলের জয় তুলে নেয়।
ব্রাসেলসে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। এডেন হ্যাজার্ডের ক্রস থেকে রোমেলু লুকাকুর নিখুঁত হেড বিরতির ঠিক আগে বেলজিয়ামকে এগিয়ে দেয়। ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুন করেন লুকাকু। স্টপেজ টাইমে কেভিন ডি ব্রুইনের গোলের বেলজিয়ামের জয় নিশ্চিত হয়।
গ্রুপ-আই’র আরেক ম্যাচে রাশিয়া ১-০ গোলে সাইপ্রাসকে পরাজিত করেছে। আগের ম্যাচে সান মারিনোকে ৯-০ গোলে বিধ্বস্ত করা রাশিয়া গতকাল ঘরের মাঠে আলেকসেই ইয়োনোভের একমাত্র গোলে সাইপ্রাসকে পরাজিত করেছে। চার ম্যাচে শতভাগ জয়ে শীর্ষে বেলজিয়াম। সমান ম্যাচে তিন জয়ে দ্বিতীয় স্থানে রাশিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।