গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মোহাম্মদপুরে বাসের ধাক্কায় তোফাজ্জল হোসেন (৬০) নামের এক সিএনজিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজিতে থাকা তিন যাত্রী। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন, নিপুন চন্দ্র রায় (৩০), করুণা রায় (৪০) ও রেখা রায় (১৫)। আহতরা সবাই একই পরিবারের সদস্য।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সিএনজিচালক ও যাত্রীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভোর ৬টার দিকে তোফাজ্জল হোসেনকে মৃত ঘোষণা করে।
নিহতের ছেলে আবদুর রব জানায়, তাদের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাতেনবাড়ি গ্রামে। পরিবার নিয়ে তিনি মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় থাকতেন। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।