বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রূপালী ব্যাংক ভান্ডারিয়া শাখার অফিস সহকারি মো. সেলীম খান (৫০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার গৌরিপুর এলাকায় তার গ্রামের বাড়ির মসজিদ সংলগ্ন একটি গাব গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তার মেয়ে মারিয়া জানায়, তার বাবা গভীর রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তিনি কিডনি ও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসা এবং সংসারের ব্যয়ভার বহন করতে না পেরে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। নিহত সেলীম খান ৪ সন্তানের জনক।
রূপালী ব্যাংক ভান্ডারিয়া শাখার ব্যবস্থাপক মো. মঞ্জুরুল হাসান জানান, সেলীম খান কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা করাতে গিয়ে সে ঋনগ্রস্ত হয়ে পড়ছিলেন। ভান্ডারিয়া থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, বাড়ির সামনের সিসি ক্যামেরার ফুটেজ দেখে সেলীম খান এর আত্মহত্যার বিষয়টি সকলে নিশ্চিত হয়েছেন। তবে এ ঘটনায় ভান্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।