Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেক্সিকোকে ৪৫ দিনের সময়সীমা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৯, ১২:০৬ এএম | আপডেট : ১২:১২ এএম, ১২ জুন, ২০১৯

যুক্তরাষ্ট্রে অভিবাসী ঢল নিয়ন্ত্রণে মেক্সিকোকে ৪৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ট্রাম্প প্রশাসন। তারা জানায়, এই সময়ের ব্যবস্থা নিতে না পারলে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করবে তাদের ওপর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। গত কয়েক মাসে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ ব্যাপক হারে বেড়ে যায়। সীমান্তে কড়াকড়ি আরোপ না করলে সব ধরনের মেক্সিকান পণ্য আমদানির ওপর ৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ শুল্ক আরোপের হার প্রতি মাসে বাড়তে থাকবে বলেও হুমকি দেন তিনি। সোমবার থেকে শুল্ক আরোপের ঘোষণা কার্যকরের কথা ছিল। এ নিয়ে মীমাংসা করতে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে আলোচনা চলতে থাকে।অবশেষে শুক্রবার এক যৌথ ঘোষণায় জানানো হয়, গোটা সীমান্তে অভিবাসন সংক্রান্ত এক কর্মসূচিকে বিস্তৃত করার ব্যাপারে রাজি হয়েছে মেক্সিকো। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ড জানান, এই অভিবাসী ঢল ঠেকাতে তারা লাতিন আমেরিকার অন্যান্য দেশের সঙ্গে একযোগ হয়ে কাজ করতে প্রস্তুত। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী তারা তাদের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে নিরাপত্তা জোরদার করবেন। কোনও নির্দিষ্ট লক্ষ্যমাত্রার কথা উল্লেখ না করলেও পররাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের মাঝামাঝি সময়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তখনও এই সংখ্যা না কমলে ব্রাজিল, পানামা ও গুয়াতেমালার সঙ্গে আলোচনায় বসবে মেক্সিকো। এব্রার্ড বলেন, শুক্রবার অনেক আলোচনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গ চুক্তিতে পৌঁছেছে তারা। এতে করে মেক্সিকো আরও কিছু সময় পেয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের দাবি, মেক্সিকোর অভিবাসন প্রত্যাশী সংখ্যা যেন ‘শূন্যে’ নেমে আসে। এই পরিকল্পনাকে তিনি ‘মিশন ইম্পসিবল’ বলে অভিহিত করেছেন। এর আগে শুক্রবার সীমান্তে শরণার্থীর স্রোত আটকাতে মেক্সিকো রাজি হওয়ায় দেশটির বিরুদ্ধে শুল্ক আরোপের প্রস্তাব ‘অনির্দিষ্ট সময়ের জন্য’ স্থগিত রাখার কথাও বলেছিলেন ট্রাম্প। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেক্সিকো


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ