Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্রাহ্মণাবড়িয়ার বিজয়নগরে স্বতন্ত্র প্রার্থীর গাড়ী ও গানম্যান আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৯, ৭:১৭ পিএম

রবিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ও গানম্যানকে আটক করেছে পুলিশ। জানা যায়, দুপুরে আসন্ন ৫ম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছিমা লুৎফুর রহমান গাড়ী নিয়ে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে গনসংযোগে যায়। দুপুর প্রায় ৩টার দিকে প্রার্থীর নিজস্ব গানম্যান মো: শামিম মিয়া (৩৬) কে লাইসেন্স করা অস্ত্রসহ আটক করে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান। তিনি এ সময় নাসিমা লুৎফুর রহমানের ব্যবহৃত জীপ (ঢাকা মেট্রো-ঘ-১১-৮৭৯৪) গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যেতে চেস্টা করে। তবে প্রার্থী নাছিমা লুৎফুর উপস্থিত জনতার সামনে গাড়ি তল্লাশি করতে বাধ্য করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বিজয়নগর থানার ওসি তদন্ত আতিক। এসময় গাড়িতে তল্লাশি করে কোন কিছু পায়নি তারা। পরে তাকে থানায় নিয়ে যেতে চাইলে তিনি যেতে অপারগতা প্রকাশ করেন। তবে প্রার্থীর গানম্যানকে আটক করে থানায় নিয়ে যায় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম মশিউজ্জামান। এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করে অস্ত্রসহ গানম্যান নিয়ে চলাচল করার অপরাধে গানম্যান শামিম মিয়া ও গাড়ীটি জব্দ করা হয়েছে।
এব্যাপারে নাছিমা লুৎফুর রহমান বলেন, আমার নির্বাচনী প্রচারনায় নামার পর প্রতিপক্ষরা আমার গাড়ীতে হামলা চালিয়ে প্রাণ নাশের চেষ্টা করেছে এবং গাড়ী ভাংচুর করেছে। তারপর আমি নিরাপত্তার স্বার্থে সরকারী নিয়ম মেনে গানম্যান নিয়েছি। তবে প্রশাসন আমাকে অবহিত না করেই গানম্যান ও গাড়ীটি জব্দ করেছে। জনগন ভোটের মাধ্যমে এর জবাব দিবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ