মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে লোকসভা নির্বাচনে হারের পর কার্যত আশাহত রাহুল, দলের কোনও কাজই দেখছেন না সেভাবে। তিনি সভাপতির পদে থাকছেন কিনা তা নিয়েও অনিশ্চয়তা কাটছে না। তেলেঙ্গানায় ইতিমধ্যেই কংগ্রেসের বিধায়কদল টিআরএসের সঙ্গে মিশে গিয়েছে। পাঞ্জাবে সিধু আর অমরিন্দার সিংয়ের দ্বন্দ্ব চরমে। মহারাষ্ট্রে দশজন বিধায়ক দল ছাড়ার মুখে। ইতিমধ্যেই পদত্যাগ করেছেন উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বব্বর ও ওড়িশা প্রদেশ কংগ্রেস সভাপতি নিরঞ্জন পটনায়েক।
এক কথায় লোকসভা ভোটের পর রাজ্যে রাজ্যে বিপত্তিতে কংগ্রেস। বেশিরভাগ রাজ্যেই ভাঙছে কংগ্রেস। অথচ, এই পরিস্থিতিতেও হেলদোল নেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। দলের শীর্ষ নেতাদের মধ্যে গুঞ্জন, রাহুলের এই গা’ ছাড়া মানসিকতার জেরেই রাজ্যে রাজ্যে ভুগতে হচ্ছে কংগ্রেসকে। কংগ্রেস সভাপতি হস্তক্ষেপ করলেই অনেক সমস্যার সমাধান হতে পারে। কিন্তু সেসব না করে রাহুল অনড় পদত্যাগের সিদ্ধান্তে।
দলের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বীরাপ্পা মইলি বলছেন, ‘রাহুলকে খুব শীঘ্রই সিদ্ধান্ত নিতে হবে। এটা দলের দায়িত্ব ছাড়ার সঠিক সময় নয়। রাহুলের মনে রাখা উচিত ১৯৭৭-এ ইন্দিরা গান্ধীও একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। কিন্তু, সেই পরিস্থিতিতেও তিনি কাজ চালিয়ে গিয়েছিলেন। রাহুলেরও এখন তাই করা উচিত। এখনই ওর উচিত দায়িত্ব নেওয়া। আর রাজ্যগুলিতে যে সমস্যা হচ্ছে, সেসব সমস্যা মিটিয়ে ফেলা।’
মইলির মতে, এখন পদত্যাগ করাটা রাহুলের কোনও বিকল্প নয়। তিনি বলছেন, প্রথম কাজ দলের দায়িত্ব নেওয়া। সমস্যা সমাধান করা। মুখে বলছেন, ‘আমি বলছি না যে এটাই একমাত্র বিকল্প। তবে, আমার মতে ওর আগে দায়িত্ব নিয়ে সমস্যা মেটানো উচিত। তারপর ভাবা উচিত নিজের ভবিষ্যত নিয়ে। রাহুল যদি ছাড়তে চাই, তাহলে বিকল্প মুখও রাহুলকেই খুঁজতে হবে।’ একা মইলি নন, অন্য অনেক কংগ্রেস নেতাই মনে করছেন রাহুলের পদত্যাগ নিয়ে অনিশ্চয়তাই রাজ্যে রাজ্যে কংগ্রেসের খারাপ ফলের কারণ। এবছরের শেষের দিকেই তিনটি গুরুত্বপূর্ণ রাজ্য বিধানসভা নির্বাচন রয়েছে। তাতে ভাল ফল করতে হলে রাহুলকে ঘুরে দাঁড়াতেই হবে। সূত্র: টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।