Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

এবার জামাল ভূঁইয়াদের হোম মিশন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৯, ৯:২৯ পিএম

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপের প্রাক-বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচে লাওসের বিপক্ষে জয় নিয়েই ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার গভীর রাতে ঢাকায় পৌঁছে শনিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেন জামাল, মামুনুল, রবিউলরা। এবার জামাল ভূঁইয়াদের হোম মিশন। লাওসের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাই পর্ব পার হতে হলে আগামী মঙ্গলবারের ম্যাচটি জিততে হবে বাংলাদেশকে। এখন সেই জয়ের প্রত্যাশায় নিজেদের শানিত করছেন বাংলাদেশের ব্রিটিশ কোচ জেমি ডে’র শিষ্যরা। আন্তর্জাতিক ফুটবলে অ্যাওয়ে ম্যাচে জয়টা খুব গুরুত্বপূর্ণ। কাতার বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে বাংলাদেশ লাওসে গিয়ে ১-০ গোলে জিতেছে। জয় পেলেও বাংলাদেশ কোচ ও খেলোয়াড়রা নির্ভার নয়। অধিনায়ক জামাল ভূইয়া শনিবার অনুশীলন শুরুর আগে বলেন, ‘আমাদের মাত্র ত্রিশ শতাংশ কাজ শেষ হয়েছে। আরো অনেক কিছু করতে হবে।’ মঙ্গলবার ফিরতি ম্যাচ। এই ম্যাচে লাওস ২-১ গোলে জিতলে অ্যাওয়ে ম্যাচের গোল ব্যবধানের সুবাদে বিশ্বকাপ বাছাইয়ে খেলবে তারাই। অন্যদিকে সেই সুযোগ পেতে হলে বাংলাদেশের প্রয়োজন ন্যূনতম ড্র। তাই ম্যাচটিকে গুরুত্বের সঙ্গেই দেখছেন লাল-সবুজের অধিনায়ক জামাল। তার কথায়, ‘সামনের ম্যাচের উপর নির্ভর করছে আমরা আগামী তিন বছর বড় টুর্নামেন্ট ও ম্যাচ খেলতে পারব কিনা। এজন্য ফুটবলাররা সবাই সবার সেরাটা দিয়ে খেলেছে এবং মঙ্গলবারও খেলবে।’

লাওসের বিপক্ষে জয়টা বাংলাদেশ কষ্ট করেই পেয়েছে স্বীকার করলেন জামাল, ‘প্রথমার্ধে লাওস দুর্দান্ত খেলেছে। দ্বিতীয়ার্ধে কোচ দু’টি পরিবর্তন করে ম্যাচের চিত্রটাই বদলে যায়।’ কোচ জেমি ডে গোলদাতা রবিউলের প্রশংসা করলেন, ‘রবিউল ভালো গোল করেছে। এই ধারাটা বজায় রাখতে হবে তাকে।’ জিতলেও লাওসকে খাটো করছে দেখছেন না বাংলাদেশের কোচ, ‘তারা (লাওস) নিঃসন্দেহে ভালো দল। ঘুরে দাড়ানোর সামর্থ্য রয়েছে। প্রথমার্ধে তো তারা অনেক চাপ দিয়েছিল আমাদের উপর। আমরা এখন দ্বিতীয় লেগের জন্য নিজেদের প্রস্তুতি নিচ্ছি।’

ফিরতি ম্যাচকে সামনে রেখে লাওস দলের একাংশ শনিবার দুপুরে ঢাকায় এসে পৌছেছে। মধ্যরাতে বাকি দলের সদস্যদের পৌছানোর কথা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ