মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুদ্ধবিমানের ট্যাংকার খুলে আগুন ধরে যাওয়ায় ভারতের গোয়া বিমানবন্দর সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।
যুদ্ধবিমানটির কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ভারতের নৌবাহিনী।
যুদ্ধবিমানের ট্যাংকার খুলে আগুন ধরে যাওয়ায় ভারতের গোয়া বিমানবন্দর সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিমানবন্দর থেকে একটি যুদ্ধ বিমানের উড়ে যাওয়ার কথা ছিল। এ সময় বিমানটির জ্বালানির ট্যাংক খুলে পড়ে যায়। এর পর আগুন ধরে যায় বিমানবন্দরের ভেতরে। এতে মূল রানওয়ের একটি অংশেও আগুন লেগে যায়।
তবে যুদ্ধবিমানটির কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ভারতের নৌবাহিনী।
ভারতীয় নৌবাহিনীর এক মুখপাত্র জানান, বিমানবন্দরের রানওয়ে থেকে একটি ‘মিগ-২৯ কে’ যুদ্ধবিমান উড়ার সময় সেটির তেলের ট্যাংকার খুলে পড়ে। এতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।