পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস। মধ্যপ্রাচ্য বিষয়ক ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, বুধবার পবিত্র ঈদুল ফিতরের দিনে আব্বাস বলেছেন, কেবল স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই ফিলিস্তিনিদের কাছে ঈদের আনন্দ ফিরে আসবে। বুধবার ঈদ উপলক্ষে পশ্চিম তীরের রামাল্লায় মরহুম ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের কবর জিয়ারত করতে যান ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সে সময় তিনি বলেন, ‘আমরা আল্লাহর দরবারে বলেছি, তখনই আমাদের কাছে ঈদ ফিরে আসবে যখন আমরা আমাদের দেশকে স্বাধীন করতে পারব, পূর্ব জেরুজালেমকে রাজধানী বানিয়ে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারব, আর কথিত ‘শতাব্দীর সেরা চুক্তি’র মতো নানান ধারার ষড়যন্ত্রগুলোকে রুখে দিতে পারব।’ অপর এক খবরে বলা হয়, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মার্কিন যুক্তরাষ্ট্রের কথিত শান্তি পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন। ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে কথিত শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ পরিকল্পনা তৈরি করেছেন তা শেষ পর্যন্ত ‘জাহান্নামে নিক্ষিপ্ত হবে’ বলে মন্তব্য করেছেন আব্বাস। বুধবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পশ্চিম তীরের রামাল্লায় মরহুম ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের কবর জিয়ারত করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। মাহমুদ আব্বাস বলেন, ‘আমি আশা করছি, আগামী ঈদুল ফিতরের আগেই ফিলিস্তিনি জনগণ তাদের দেশকে ইসরাইলি দখলদারিত্ব থেকে মুক্ত করবে, পূর্ব আল-কুদসকে (জেরুজালেম) রাজধানী করে নিজেদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। ফিলিস্তিনিদের আশা-আকাক্সক্ষা ভূলুণ্ঠিত করার লক্ষ্যে তৈরি করা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’সহ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজয়ী হবে এবং শেষ পর্যন্ত এই পরিকল্পনা জাহান্নামে নিক্ষিপ্ত হবে।’ এর একদিন আগে, ফিলিস্তিনের প্রধান আলোচক সায়েব এরিকাত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ পরিকল্পনা প্রত্যাখ্যান করার জন্য আরব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। বেশ কিছুদিন ধরেই ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ‘শতাব্দীর সেরা চুক্তি’ আখ্যা দিয়ে ইসরাইল ও ফিলিস্তিনিদের সংকট নিরসনে একটি প্রস্তাব হাজির করার তোরজোর চলছে। তবে ২০১৭ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরাইলে রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর থেকে ফিলিস্তিনিরা ট্রাম্প প্রশাসনের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন রেখেছে। আগামী ২৫ ও ২৬ জুন বাহরাইনের রাজধানী মানামায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে ২০১৮ সালের মে মাসে জেরুজালেমে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেন তিনি। সেই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়া ও গুয়েতমালার পক্ষ থেকেও জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করা হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, জনগণের অধিকার চিরতরে নির্মূল করে দেওয়ার লক্ষ্যে আমেরিকা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ বা কথিত ‘শতাব্দির সেরা চুক্তি’ নামক পরিকল্পনা তৈরি করেছে। এটি কখনও ফিলিস্তিনের কল্যাণ বয়ে আনবে না। তবে সউদী আরবসহ কয়েকটি আরব দেশ এই পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছে। রয়টার্স, মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।