মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজের পরম বন্ধু ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবে উল্লেখ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বাণিজ্যের প্রসার ঘটাতে ও দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে তিন দিনের সফরে রাশিয়ায় অবস্থান করছেন শি।
শি এমন সময় রাশিয়া সফরে গেলেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের ‘চরম বাণিজ্য যুদ্ধ’ চলছে।
বুধবার রাশিয়া পৌঁছানোর পর এক সংবাদ সম্মেলনে শি বলেন, গত ছয় বছরে আমরা ৩০ বারের বেশি দেখা করেছি। রাশিয়া একমাত্র দেশ যেখানে আমি এতবার এসেছি।
তিনি আরো বলেন, প্রেসিডেন্ট পুতিন আমার বেস্ট ফ্রেন্ড এবং কলিগ।
এসময় পুতিনও চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অভূতপূর্ব স্তরে পৌঁছানোর জন্য সন্তুষ্ট বলে জানান।
এছাড়া চীন ও রাশিয়ার মধ্যে সামরিক ও অর্থনৈতিক খাত পরস্পরের সহযোগিতা ভবিষ্যতে আরো গভীর হবে বলে দেশ দুইটি অঙ্গিকার করেছে। সূত্র : বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।