Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদগাহে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০১৯, ৭:৩১ পিএম | আপডেট : ১১:৪০ এএম, ৬ জুন, ২০১৯

বরাবরের মতো এবারও ঈদগাহে হাজির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার রেড রোডে ঈদের নামাজের মঞ্চে দেয়া ছোট্ট ভাষণে তিনি মুসলমানদের উদ্দেশ্যে বলেন, ‘ভয় পাওয়ার কোনও কারণ নেই’। কোনও রাজনৈতিক দলের নাম না নিয়েই তিনি বলেন, ‘যত দ্রুত ইভিএম দখল করেছে, তত দ্রুত চলেও যাবে।’

মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে কলকাতার রেড রোডে ঈদের নমাজের অনুষ্ঠানে প্রতি বছরই যান মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। তবে এ বার তার ভাষণ ছিল ব্যতিক্রমী। অন্যান্য বছর শুধুমাত্র সামাজিক বিষয় নিয়েই কথা বলেন মমতা। সঙ্গে ঈদের শুভেচ্ছা; কিন্তু এ বছর তার সংক্ষিপ্ত ভাষণে রাজনীতির ছায়া ছিল গাঢ়।

এ দিনও শুভেচ্ছা বার্তা দেওয়ার মাধ্যমেই শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ। তিনি বলেন, ‘আপনাদের পরিবার, আপনাদের ভবিষ্যৎ, আপনাদের সমাজ, আপনাদের সংস্কার, আপনার রাজ্য, আপনার দেশ, সারা বিশ্বে ইনশাল্লাহ আপনাদের জন্য ঈদ খুশির হয়ে উঠুক।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ চলাকালীন বৃষ্টিও চলছিল কয়েক পশলা। বৃষ্টি দেখেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলেন, ‘এই বৃষ্টি শান্তির বৃষ্টি, এই বৃষ্টি বলছে যে, আকাশও আপনাদের সঙ্গে রয়েছে। আপনারা ভয় পাবেন না। আপনারা ভাল থাকুন, আপনারা এগিয়ে চলুন, আপনারা মানবতার জন্য কাজ করুন।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ‘ভয় পাবেন না’ মন্তব্য নিয়েই নানা জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক শিবিরে। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে এ দিন রেড রোডের অনুষ্ঠানে সংক্ষিপ্ত ভাষণে অনেক বারই ভয় না পাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। কারা ভয় পাবেন, কাকে ভয় পাবেন, কেনই বা পাবেন? সে সব প্রসঙ্গে বিস্তারিত কিছু মমতা বলেননি। তার জেরেই গুঞ্জন আরও বেড়েছে নানা শিবিরে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘এই ঈদ আপনাদের জীবনে নতুন সকাল আনবে। কেউ রুখতে পারবে না। কেউ যদি বাধা দেন, তা হলে তার জন্য দুঃখিত।’ তিনি আরও বলেন, ‘আপনারা একটা কথা অবশ্যই বুঝবেন, আপনারা বাংলার বিষয়ে যে সাহায্য করেছেন, যে আশীর্বাদ-শুভেচ্ছা দিয়েছেন, তার জন্য বাংলার পরিবারের তরফ থেকে আমি কৃতজ্ঞ। আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই।’’

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘একসঙ্গে থাকার জন্য, একতার জন্য, ধর্মনিরপেক্ষতার জন্য, দেশের পরম্পরার জন্য, আমাদের রাজ্যের পরম্পরার জন্য... আপনারা সব সময় সাহায্য করেন। যদি আপনারা সবাই সঙ্গে থকেন, তা হলে দেখবেন আমরা কী ভাবে লড়ি। আমরা লড়ব। ভয় পাওয়ার কোনও কারণ নেই।যে ভয় পায়, সে মরে। যে লড়ে, সেই সফল হয়।’

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সিংহভাগটাই ছিল হিন্দিতে। তিনি বলেন, ‘সবাই আমরা এক। ভয় পাওয়ার কোনও কারণ নেই। যো হামসে টকরায়েগা, উয়ো চুরচুর হো জায়েগা।’

ভাষণে বিজেপির নাম না করলেও, ঈদের জামাতে গিয়ে যে তিনি বিজেপিকে ভয় না পাওয়ার বার্তাই দিতে চেয়েছেন, তা অনেকটাই পরিষ্কার। আনন্দবাজার



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ৬ জুন, ২০১৯, ৪:৩৬ এএম says : 0
    আসলে পশ্চিম বংজ্ঞ একটি আলাদা স্বাধীন রাস্ট্র হওয়ার দরকার। মমতা আপনি স্বাধীনতার ঘোষণা দিন। এই চুর জালীমদের সাথে থাকার দরকার নাই । ইনশাআল্লাহ। বাংলার সম্পদ দিল্লি চুরি করিয়া খাইতেছে। ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ