প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মিঠুন চক্রবর্তীর চলচ্চিত্রে অভিষেক হয়েছিল মৃণাল সেনের ‘মৃগয়া’ দিয়ে। এর পর হিন্দি ফিল্মে রাজত্ব, মাঝে মাঝে বাংলা ফিল্ম। আর তারপর দীর্ঘ বিরতি। আর এখন তিনি অভিনয়ে ফিরতে চলেছেন।
মিঠুন চক্রবর্তীর ভক্তদের জন্য সুখবর। ফের বাংলা ফিল্মে ফিরতে চলেছেন জনপ্রিয় এই অভিনেতা। বহুদিন হল অসুস্থতার কারণেই রুপালি পর্দা থেকে দূরে ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তবে দীর্ঘ বিরতি কাটিয়ে ফের তিনি অভিনয়ে ফিরতে চলেছেন।
‘সহজ পাঠের গপ্পো’ খ্যাত পরিচালক মানস মুকুল পালের আগামী ফিল্মে দেখা যাবে পর্দার ‘ডিস্কো ডান্সার’কে। স্বাধীনতা সংগ্রামী দীনেশগুপ্তের বায়োপিক নির্মাণ করছেন পরিচালক মানস মুকুল পাল। এখবর বহুদিন আগেই জানিয়েছিলেন পরিচালক। সেই বায়োপিকেই দেখা যাবে বাংলার ‘মিঠুনদা’ কে। তবে ঠিক কোন ভূমিকায় তাকে দেখা যাবে তা অবশ্য গোপনই রেখেছেন পরিচালক।
পরিচালক মানস মুকুল পাল এবিষয়ে জানান, “মিঠুনদার চরিত্রে নাম কী তা এখনই বলতে চাইছি না, তবে এটুকু বলতে পারি উনি এমন একটা চরিত্র করছেন যাঁর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রয়েছে। কিন্তু তাঁর নাম আমরা প্রায় কেউই জানি না। স্বাধীনতা সংগ্রামে এই চরিত্রের কী অবদান রয়েছে, সেগুলো জানা তো পরের কথা, আমরা হয়তো তাঁর নামই জানি না। তবে তাঁর এই চরিত্রটা এক্কেবারেই রিয়েল লাইফ চরিত্র। কিছুদিন আগেই মুম্বাইতে গিয়ে মিঠুনদাকে চিত্রনাট্য পড়ে শুনিয়েছি। উনি ছবিটি করার বিষয়ে সম্মতি দিয়েছেন।”
তাঁর এই ফিল্মে তাঁরই আবিষ্কার ‘সহজ পাঠের গপ্পো’র ‘ছোটু’ ও ‘গোপাল’ (নুর ইসলাম, সামিউল আলম) কে দেখা যাবে কিনা এ প্রশ্নের উত্তরে অবশ্য মানস মুকুল জানিয়েছেন, “না, এই ছবিতে নুর ও সামিউল থাকছে না। তবে তাঁদের মতোই এই ছবিতেও বহু নতুন মুখ-কে দেখতে পাবেন দর্শক।”
দীনেশ গুপ্তের বায়োপিকে ক্যামেরা, সম্পাদনা সবক্ষেত্রে সহজ পাঠের গপ্পোর-র পুরনো টিম কাজ করবে কি? এর উত্তরে পরিচালক জানান, “এখনও কিছু ফাইনাল হয়নি। তবে মুম্বাইয়ের কিছু টেকনিশিয়ান এই ফিল্মে কাজ করছেন।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।