Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেনিজুয়েলা থেকে সেনা প্রত্যাহারের খবর প্রত্যাখ্যান করল রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০১৯, ১২:০৪ পিএম

রাশিয়া মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এ খবরের সত্যতা প্রত্যাখ্যান করেছে যে, দেশটি ভেনিজুয়েলা থেকে সামরিক বিশেষজ্ঞ ও উপদেষ্টাদের প্রত্যাহার করে নিয়েছে। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল একদিন আগে দাবি করেছিল, ভেনিজুয়েলায় বর্তমানে রাশিয়ার প্রায় এক হাজার সামরিক বিশেষজ্ঞ রয়েছে এবং শিগগিরই তাদের সংখ্যা ‘কয়েক ডজনে’ নামিয়ে আনা হবে।

ল্যাতিন আমেরিকার দেশটিতে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তীব্র আকার নেয়ায় রাশিয়া এ সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে মার্কিন দৈনিকটি।

এ খবর প্রত্যাখ্যান করে কারাকাসে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্লাদিমির জায়িমস্কি সোমবার বলেন, আমেরিকার গণমাধ্যমে এমন আরেকটি খবর প্রকাশিত হয়েছে বাস্তবতার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই। তিনি আরো বলেন, ভেনিজুয়েলায় আন্তর্জাতিক আইন মেনে সেনা পাঠিয়েছে রাশিয়া এবং এই সেনা সংখ্যা কমানোর ব্যাপারে কোনো কথা হয়নি।

ওয়াল স্ট্রিট জার্নাল রোববার অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে দাবি করে, ভেনিজুয়েলার সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেয়ার কাজে দেশটিতে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা- ‘রোস্তেক’র পক্ষ থেকে পাঠানো প্রায় এক হাজার রুশ সেনাকে কয়েক ডজনে নামিয়ে আনবে মস্কো।

ওই খবর প্রকাশের পর রোস্তেক এক বিবৃতিতে বলেছে, ওয়াল স্ট্রিট জার্নাল ভেনিজুয়েলায় মোতায়েন রোস্তেক কর্মীদের সংখ্যা কয়েকগুণ বেশি দেখিয়েছে। বাস্তবতা হচ্ছে, ‘রোস্তেক’র সামরিক বিশেষজ্ঞরা গত, কয়েক বছর ধরে ভেনিজুয়েলায় কাজ করছে এবং তাদের সংখ্যা অপরিবর্তিত রয়েছে।

রাশিয়া ভেনিজুয়েলায় সরবরাহ করা সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম সচল রাখার লক্ষ্যে এসব সামরিক উপদেষ্টা মোতায়েন করে রেখেছে বলে রোস্তেক’র বিবৃতিতে জানানো হয়েছে।

সূত্র: পার্সটুডে

২০১৯-০৬-০৪ ০৬:০০ বাংলাদেশ সময়
  • কারাকাসে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্লাদিমির জায়িমস্কিকারাকাসে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্লাদিমির জায়িমস্কি

রাশিয়া মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এ খবরের সত্যতা প্রত্যাখ্যান করেছে যে, দেশটি ভেনিজুয়েলা থেকে সামরিক বিশেষজ্ঞ ও উপদেষ্টাদের প্রত্যাহার করে নিয়েছে। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল একদিন আগে দাবি করেছিল, ভেনিজুয়েলায় বর্তমানে রাশিয়ার প্রায় এক হাজার সামরিক বিশেষজ্ঞ রয়েছে এবং শিগগিরই তাদের সংখ্যা ‘কয়েক ডজনে’ নামিয়ে আনা হবে।

ল্যাতিন আমেরিকার দেশটিতে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তীব্র আকার নেয়ায় রাশিয়া এ সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে মার্কিন দৈনিকটি।

এ খবর প্রত্যাখ্যান করে কারাকাসে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্লাদিমির জায়িমস্কি সোমবার বলেন, আমেরিকার গণমাধ্যমে এমন আরেকটি খবর প্রকাশিত হয়েছে বাস্তবতার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই। তিনি আরো বলেন, ভেনিজুয়েলায় আন্তর্জাতিক আইন মেনে সেনা পাঠিয়েছে রাশিয়া এবং এই সেনা সংখ্যা কমানোর ব্যাপারে কোনো কথা হয়নি।

ভেনিজুয়েলার সেনাবাহিনী (ফাইল ছবি)

ওয়াল স্ট্রিট জার্নাল রোববার অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে দাবি করে, ভেনিজুয়েলার সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেয়ার কাজে দেশটিতে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা- ‘রোস্তেক’র পক্ষ থেকে পাঠানো প্রায় এক হাজার রুশ সেনাকে কয়েক ডজনে নামিয়ে আনবে মস্কো।

ওই খবর প্রকাশের পর রোস্তেক এক বিবৃতিতে বলেছে, ওয়াল স্ট্রিট জার্নাল ভেনিজুয়েলায় মোতায়েন রোস্তেক কর্মীদের সংখ্যা কয়েকগুণ বেশি দেখিয়েছে। বাস্তবতা হচ্ছে, ‘রোস্তেক’র সামরিক বিশেষজ্ঞরা গত, কয়েক বছর ধরে ভেনিজুয়েলায় কাজ করছে এবং তাদের সংখ্যা অপরিবর্তিত রয়েছে।

রাশিয়া ভেনিজুয়েলায় সরবরাহ করা সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম সচল রাখার লক্ষ্যে এসব সামরিক উপদেষ্টা মোতায়েন করে রেখেছে বলে রোস্তেক’র বিবৃতিতে জানানো হয়েছে।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/৪



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভেনেজুয়েলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ