নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সিঙ্গাপুরে পদক জিতেই চলেছেন বাংলাদেশের জিমন্যাষ্টরা। সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়নশিপ থেকে আগের দিন তিনটি স্বর্ণপদক এসেছিল বাংলাদেশের ঝুলিতে। সোমবার আসলো আরও নয়টি স্বর্ণসহ ১৩টি পদক। সিঙ্গাপুর সিটিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে কাল আলী কাদের হক ভল্টিংয়ে স্বর্ণপদক জিতে নেন। ১২-১৪ বছর গ্রুপে তনু রায় একাই ছয়টি ইভেন্টে স্বর্ণ তুলে নেন। এগুলো হলো- ফ্লোর এক্সারসাইজ, প্যারালাল বার, রিংস, ব্যক্তিগত অল অ্যারাউন্ড ও পমেল হর্স। এছাড়া ভল্টিং ও হাই বারেও রুপা জেতেন তনু। অনূর্ধ্ব-১১ বছর গ্রুপে মং চিং প্রো প্যারালাল বারে স্বর্ণ ও ভল্টিংয়ে ব্রোঞ্জপদক জেতেন। তনু ¤্রােং ফ্লোর এক্সারসাইজ ও অল অ্যারাউন্ডে স্বর্ণ এবং প্যারালাল বারে ব্রোঞ্জপদক জিতেছেন। আগের দিন তিনস্বর্ণসহ ৮টি পদক জিতেছিলেন লাল সবুজের ক্ষুদে জিমন্যাস্টরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।