নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
রাশিয়ার পেনজা শহরে সোমবার শেষ হলো পাঁচ দিনব্যাপী ইন্টারন্যাশনাল টুর্ণামেন্ট ইন আর্টিস্টিক জিমন্যাস্টিক্স মিখাইল ভোরোনিন কাপ। এ আসরের জুনিয়র বিভাগে ব্রোঞ্জপদক জিতে কৃতিত্ব দেখিয়েছেন বাংলাদেশের তরুণ জিমন্যাস্ট আবু সাইদ রাফি। বিকেএসপির ১৬ বছর বয়সী এই ছাত্রের সাফল্য এসেছে ইনডিভিজুয়াল অল অ্যারাউন্ড ইভেন্টে। তবে আরও কয়েকটি ইভেন্টে অংশ নিলেও তাতে তিনি ভালো করতে পারেননি। সোমবার বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশন (বিজিএফ) সুত্রে এ তথ্য জানা যায়। আসরে বাংলাদেশ, জর্জিয়া ও আর্মেনিয়াসহ রাশিয়ার ১৭টি শহরের জিমন্যাস্টরা অংশ নেন। রাফি তার ইভেন্টে ২৭ জনের মধ্যে তৃতীয় হন। তার এই সাফল্যে খুশি বিজিএফ। এ প্রসঙ্গে ফেডারেশন সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু বলেন,‘রাশিয়ায় এখন প্রচন্ড ঠান্ডা। তাই রাফি অন্য ইভেন্টগুলোতে ভালো করতে পারেনি। তবে তার সাফল্যে আমরা খুশি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।