Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৯, ৫:৩৮ পিএম

পাবনার আতাইকুলায় রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের কথিত ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি, একটি প্রাইভেট কার, বেশ কয়েকটি ব্যাটারী ও দু’টি বাই সাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের বিপ্লব প্রামানিকের পুত্র আকাশ প্রামানিক (২৬), একই উপজেলার আফতাবনগর গ্রামের লুৎফর রহমানের পুত্র রেজাউল করিম রেজা (৩১), তলট গ্রামের আবু তাহের আলীর পুত্র লিটন মিয়া (৩২) এবং সোনাতলা গ্রামের হযরত আলীর পুত্র স¤্রাট হোসেন (৩০)।
সোমবার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং-এ পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম) জানান, রোববার দিনগত রাত ৩টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কে আতাইকুলা থানা এলাকায় সন্দেহভাজন একটি প্রাইভেট কারে তল্লাশির সময় আন্ত:জেলা ডাকাত দলের সদস্য আকাশকে গ্রেফতার করে আতাইকুলা থানা পুলিশ। এ সময় প্রাইভেটকার নিয়ে আকাশের অপর সহযোগিরা পালিয়ে যায়।
পরে আকাশের স্বীকারোক্তি অনুযায়ী পাবনার সাঁথিয়া, বেড়া ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের অপর সদস্য রেজাউল করিম রেজা, লিটন মিয়া ও স¤্রাটকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১১-৫৯০৮) ও তালাকাটা যন্ত্র সহ দু’টি বাই সাইকেল ও কয়েকটি ব্যাটারী উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শরীয়তপুর, জামালপুর, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির বেশ কয়েকটি মামলা রয়েছে ।
তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় দোকান, মোবাইল টাওয়ারে ডাকাতি ও চুরি করে আসছিল। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ