Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নালিতাবাড়ীর চেল্লাখালী নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৯, ৪:০৫ পিএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ এলাকায় চেল্লাখালী নদীতে গোসল করতে নেমে পানিতে নিখোঁজ হওয়ার ২ দিন পর শিশু নূর ইসলামের (৮) লাশ উদ্ধার করা হয়েছে। আজ ৩ জুন সোমবার বেলা ১২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার ভাটিতে মরদেহটি ভেসে ওঠে।
স্থানীয়রা জানায়, নন্নী উত্তরবন্দ গ্রামের মৃত সমশের আলীর ছেলে আবুল হাশেম স্বপরিবারে ঢাকায় বসবাস করে করেন। ঈদ উপলক্ষে আবুল হাশেম তার দুই সন্তান মীম (১২) ও নূর ইসলামকে (৮) আগেভাগেই দাদার বাড়ি পাঠিয়ে দেন। শনিবার বেলা দেড়টার দিকে নন্নী উত্তরবন্দ চেল্লাখালী ব্রীজপাড়ে দাদাবাড়ি সংলগ্ন ঘাটে দুই ভাই-বোন গোসল করতে যায়। এসময় স্রোতের টানে মীম ও নূর ইসলাম দু’জনই তলিয়ে যেতে থাকলে সাথে থাকা অপর এক শিশু চিৎকার করে। চিৎকার শোনে তাদের চাচা আবু হারেজ দৌড়ে এসে মীমকে অচেতন অবস্থায় উদ্ধার করতে পারলেও নূর ইসলামকে পায়নি। পরে জামালপুর থেকে ডুবুরী দল এসে সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করে উদ্ধার অভিযান পরিত্যক্ত ঘোষণা করে।
এদিকে নিখোঁজের ২ দিন পর আজ সোমবার ১২টার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে নদীর প্রায় এক কিলোমিটার ভাটিতে সাবেক ইউপি সদস্য আব্দুল করিমের বাড়ির নিকট শিশু নূর ইসলামের লাশ ভেসে থাকে দেখে এলাকাবাসী। পরে স্বজনেরা গিয়ে লাশ উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ