Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শপিংমলে দিন রাত

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৯, ১২:০৫ এএম

ঈদের কেনাকাটায় ছাগলনাইয়ার শপিংমলগুলোতে দিন-রাত একাকার অবস্থা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। রমজানের শুরুতে কম থাকলেও শেষের দিকে এসে বেচাকেনা বেড়ে যাওয়ায় দোকানিরা বেশ খুশি।

দিনের বেলা গ্রাম পর্যায়ের ক্রেতারা আসলেও সন্ধ্যার পরে শহুরে বাসিন্দারা কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। ঈদ সামনে রেখে ছাগলনাইয়ার শপিংমলগুলো সাজানো হয়েছে আকর্ষণীয়ভাবে। সুদৃশ্য তোরণ, আলোকসজ্জাসহ নানা ভাবে সাজানো হয়েছে শপিংমল। প্রতিবছরের মতো এবার আর র‌্যাফেল ড্রর আয়োজন নেই কোনোখানেই। শহরের শপিংমলগুলোর মধ্যে ইসলাম প্লাজা, মীর শপিং কমপ্লেক্স, নিউ মার্কেট, খাজা মার্কেট, হাজী বি জামান মার্কেট, হাজী আহছান উল্যাহ মার্কেটসহ শপিংমলগুলোতে ক্রেতা সমাগম বেশি। শহরের বড় বাজারের দোকানগুলোতেও জমে উঠেছে বেচাকেনা।

শান্তিপূর্ণ পরিবেশ আয়োজনের লক্ষ্যে ছাগলনাইয়া উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও থানা পুলিশ প্রশাসনের রয়েছে কড়া নজরদারী। ব্যবসায়ীরা জানান, অন্য বছরের তুলনায় এবার সুতি থ্রি-পিস ও গোল জামার চাহিদাই বেশি দেখা যাচ্ছে। শাড়ির মধ্যে জর্জেট ও কাতান শাড়ি বেশি বিক্রি হচ্ছে। দর্জি দোকানগুলোতে নির্ঘুম রাত কাটছে কর্মচারীদের। সকাল থেকে ভোর রাত পর্যন্ত সেলাই কাজ করে যাচ্ছেন সবাই। ছাগলনাইয়ার কলেজ রোড ব্যবসা সমিতির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা ভূঁঞা তারেক জানান, ঈদের বাজারে ক্রেতাদের পছন্দের পন্য দোকানীরা তুলছেন, এবং ক্রয় বিক্রয় ও শেষ পর্যায়ে। ক্রেতাদের শান্তিপূর্ণ পরিবেশ, কেনা কাটা নিশ্চিত করতে প্রশাসনের কড়া নজরদারী রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শপিংমল

৯ এপ্রিল, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ