মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দুটি আলাদা বন্দুকযুদ্ধের ঘটনায় ছয়জনকে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলায় তিনজনকে হত্যা করে নিরাপত্তা বাহিনী। আর পুলওয়ামার ত্রালে আরেকটি বন্দুকযুদ্ধের ঘটনায় দুজনকে হত্যা করা হয়। কাশ্মীরের একজন পুলিশ কর্মকর্তা জানান, জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের দ্রাগাদ সুগান এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। তিনি জানান, ওই অভিযানের সময় জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুড়লে ওই জঙ্গিরা নিহত হয়। সা¤প্রতিক সপ্তাহগুলোতে জম্মু ও কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। এর আগে বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে দুজন জঙ্গি নিহত হয়। কেবল গত মে মাসেই ২০ জন জঙ্গিকে হত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গত সপ্তাহে দাদসারা ত্রাল এলাকায় মোস্ট ওয়ান্টেড একজন জঙ্গি জাকির মুসাকে হত্যা করে নিরাপত্তা বাহিনী। হিজবুল মুজাহিদীনের সাবেক এই কমান্ডার আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আনসার গাজওয়াত-উল হিন্দ গঠন করেন। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।