Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ রাশিয়ান বিজ্ঞানীর হুঁশিয়ারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০১৯, ১২:০৬ এএম

ভারত ২৭ মার্চ মহাকাশে যে স্যাটেলাইট ধ্বংস করেছে, সেটার ধ্বংসাবশেষ দ্বারা আন্তর্জাতিক স্পেস স্টেশানের (আইএসএস) ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ৫ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। রাশিয়ান মহাকাশ সংস্থা এ কথা বলেছে। রাশিয়ার স্টেট স্পেস কর্পোরেশান- রসকসমসের ম্যানড স্পেস প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর সের্গেই ক্রিকালেভ বলেছেন যে আরও ধ্বংসাবশেষ দেখা গেছে। রাশিয়ান একাডেমি অব সায়েন্সের স্পেস কাউন্সিলের এক অধিবেশনে ক্রিকালেভ ওই মন্তব্য করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিভিশনে প্রচারিত এক ভাষণে বলেছিলেন যে, এই পরীক্ষা ভারতকে বিশ্বের মহাকাশ শক্তিধর দেশগুলোর কাতারে নিয়ে গেছে, যাদের মধ্যে রয়েছে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া। একটা ইন্টারসেপ্টর মিসাইল দিয়ে ওই স্যাটেলাইটটি ধ্বংস করা হয়, যদিও কয়েক সপ্তাহ আগে এ ধরনের একটা প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। এপ্রিলে, নাসা ভারতের স্যাটেলাইট ধ্বংসের পরীক্ষাকে ‘ভয়াবহ বিষয়’ হিসেবে বর্ণনা করে। মহাকাশ সংস্থাটির প্রধান জিম ব্রাইডেন্সটাইন বলেন যে, “ওই পরীক্ষার কারণে ৪০০ টুকরা ধ্বংসাবশেষ তৈরি হয়েছে এবং সেগুলো আইএসএ এবং মহাকাশচারীদেরকে বিপদে ফেলতে পারে। ব্রাইডেন্সটাইন বলেছিলেন, “ইন্টারন্যাশনাল স্পেস স্টেশানের উপরে ধ্বংসাবশেষ যেতে পারে, এ ধরনের ঘটনা ঘটানোটা ভয়ঙ্কর, ভয়াবহ একটা বিষয়। এই ধরনের কর্মকান্ড মানবজাতির ভবিষ্যৎ মহাকাশ চলাচলের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়”। এদিকে, ইউরোপিয় ইউনিয়ন মহাকাশ থেকে ধ্বংসাবশেষ পরিস্কার করার জন্য রিমুভডেবরিস মিশন শুরু করেছে। ইংল্যান্ডের সারে স্পেস সেন্টারের ডিরেক্টর গুগলিয়েলমো আগলিয়েত্তি ব্যাখ্যা করে বলেন যে, তারা মহাকাশ থেকে পুরনো স্যাটেলাইট ও অন্যান্য ধ্বংসাবশেষগুলো পরিস্কার করার চেষ্টা করছে কারণ এগুলোই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশানের জন্য ‘সবচেয়ে বড় হুমকি’। আগলিয়েত্তি বলেন, এই ধ্বংসাবশেষগুলোর মহাকাশে অন্যান্য বস্তুর সাথে সংঘর্ষ হলে এগুলো হাজার হাজার টুকরো হয়ে যাবে। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ